আরও পড়ুন: পিপিএফে ‘১৫+৫’ ফর্মুলা জানেন? প্রতি মাসে পাবেন প্রায় ৪০ হাজার টাকা পাবেন !
এই ভাগুয়া বেদানার এক একটি ফল ৫০০-৬০০ গ্রাম আবার কখনও ৮০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই বেদানা টকটকে লাল এর ভিতরের শাঁসের রং ও লাল। বাজারের ও বেশ চাহিদা এই বেদনার প্রায় ১৮০ থেকে ২০০ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়।
advertisement
আরও পড়ুন: ৬০,০০০ টাকার মূল বেতনে ১০ বছরের চাকরিতে আপনি কতটা গ্র্যাচুইটি পাবেন? হিসেব বুঝে নিলে
এই বেদনা গাছ যে কোন ঋতু তে রোপণ করা যায়। এই ভাগুয়া বেদানার গাছের চারা লাগানোর ৪/৫ মাস পর থেকে নিয়মিত ২৫-৩০ দিন পর পর সরিষার খৈল পচা দিতে হবে। সরিষার খোল ১০ দিন জলে ভিজিয়ে রেখে এরপর সেই পচা খোলের জল পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে। চারা লাগানোর পূর্বে গর্তে সার প্রয়োগ করতে হবে।
এছাড়াও প্রতি বছর গাছে নিয়মিত সার দিতে হবে। গর্ত করার ৮-১০ দিন পর গর্তের মাটির সাথে নিম্নলিখিত হারে সার মিশিয়ে গর্ত ভরাট করে দিতে হবে। গর্ত ভরাট করার ২০-২৫ দিন পর বেদানার চারা রোপণ করতে হবে। এইভাবে খুব সহজে ভাগুয়া জাতের বেদানা চাষ করতে পারবেন।
পিয়া গুপ্তা





