এতদিন কৃষকদের বাইরে থেকে আলু বীজ কিনতে হতো, যা ছিল খরচসাপেক্ষ এবং রোগ-বালাইয়ের ঝুঁকিপূর্ণ। কিন্তু এখন, সরকারের সহায়তায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিজেদের জেলাতেই তৈরি হচ্ছে উন্নতমানের আলু বীজ। এতে একদিকে খরচ কমছে, অন্যদিকে ফলনও বাড়ছে। সবচেয়ে বড় বিষয়, এই বীজের মধ্যে কোনও রোগ নেই, ফলে কৃষকদের ক্ষতির আশঙ্কাও কম।
advertisement
জলপাইগুড়ি সদর ব্লক ও মোহিতনগর কৃষি ফার্মে আধুনিক পলি হাউস পদ্ধতিতে আলু চারা তৈরি হচ্ছে। কোক পিটে জন্মানো এই চারাগুলো সম্পূর্ণ রোগমুক্ত, যা ভবিষ্যতে কৃষকদের লাভবান করবে।
আরও পড়ুন: স্বাস্থ্য ও জীবন বিমার উপর কর ছাড় বাড়তে পারে, GST কমতে পারে
সরকার পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের আওতায় কৃষকদের ৫০% ভর্তুকি দিচ্ছে। স্থানীয় কৃষকদের কথায়, “এতদিন বাইরে থেকে কেনার ঝামেলা ছিল, এখন নিজের জেলাতেই ভালো মানের বীজ পাবো। সাশ্রয়ী ও নিরাপদ হবে অনেকটা।”এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে জলপাইগুড়ি হতে পারে আলু চাষের অন্যতম কেন্দ্র, যা কৃষকদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
সুরজিৎ দে





