TRENDING:

চাকরি বদলিয়েছেন? লোকসান থেকে বাঁচতে পুরনো PF অ্যাকাউন্টের সঙ্গে নতুন অ্যাকাউন্ট কীভাবে যুক্ত করবেন? জানুন প্রক্রিয়া!

Last Updated:

কর্মচারীরা যদি তাঁদের আগের কোম্পানির পিএফ মার্জ না করেন, তবে তাঁদের সুদের লোকসান হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজকের সময়ে একই কোম্পানিতে অনেকদিন ধরে কাজ করেন এমন কর্মীর সংখ্যা খুবই কম। সকলেই খুব তাড়াতাড়ি চাকরি পরিবর্তন করেন। নতুন কোম্পানিতে যোগ দেওয়ার সময়ে UAN নম্বর পরিবর্তন না করেই পিএফ অ্যাকাউন্ট (PF account) শুরু হয়ে যায়। তবে পুরনো কোম্পানির পিএফ অ্যাকাউন্টের সঙ্গে নতুন কোম্পানির পিএফ অ্যাকাউন্ট নিজে থেকেই মার্জ বা যুক্ত হয়ে যায় না। এই পরিস্থিতিতে কর্মচারীরা যদি তাঁদের আগের কোম্পানির পিএফ মার্জ না করেন, তবে তাঁদের সুদের লোকসান হবে।
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সরকার ৩০ সেপ্টেম্বর তারিখের মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে পিএফ সুদ প্রদান করবে। এই পরিস্থিতিতে যদি কোনও ব্যক্তি চাকরি পরিবর্তন করে থাকেন এবং আগের কোম্পানির পিএফ মার্জ না করে থাকেন তবে তাঁর শীঘ্রই দু'টি অ্যাকাউন্ট মার্জ করা উচিত। ইপিএফও (EPFO) ওয়েবসাইটে গিয়ে পুরনো কোম্পানির পিএফ-এর সঙ্গে নতুন কোম্পানির অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। অ্যাকাউন্ট যুক্ত না করলে কর্মীর সুদে লোকসান হবে।

advertisement

পিএফ অ্যাকাউন্ট কীভাবে মার্জ করতে হবে?

EPFO-এর দু'টি অ্যাকাউন্ট যুক্ত করতে প্রথমে EPFO ওয়েবসাইটে যেতে হবে।এরপর সার্ভিসেস ট্যাবে গিয়ে One employee – One EPF account অপশনে ক্লিক করতে হবে।

ক্লিক করার পর দু'টি অ্যাকাউন্ট মার্জ করার জন্য সামনে একটি ফর্ম আসবে।

আরও পড়ুন:  New Business Idea: কম পুঁজিতেই মুনাফা-ই মুনাফা! এই ব্যবসা শুরু করলেই মালামাল

advertisement

এখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর প্রদান করতে হবে।

এরপর UAN এবং মেম্বার আইডি প্রদান করতে হবে।

সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর authentication করার জন্য একটি ওটিপি জেনারেট হবে। রেজিস্টার্ড মোবাইল নম্বরে এই ওটিপি আসবে।

এরপর ওটিপি প্রদান করতে হবে। এরপর পুরনো পিএফ অ্যাকাউন্টের তথ্য সামনে আসবে। পুরনো পিএফ অ্যাকাউন্টে গিয়ে Declaration অপশনটিকে Accept করতে হবে।

advertisement

এরপর সাবমিট করতে হবে। সাবমিটের পর দু'টি অ্যাকাউন্ট যুক্ত করার আবেদন সরকারের কাছে যাবে।ভেরিফিকেশনের কয়েকদিনের মধ্যেই দু'টি অ্যাকাউন্ট মার্জ হয়ে যাবে।

আরও পড়ুন:  পাসওয়ার্ডের উত্তরাধিকার: মৃত্যুর পর ডিজিটাল অ্যাকাউন্টের হস্তান্তর হবে কী ভাবে, দেখে নিন একনজরে

UAN সক্রিয় থাকা জরুরি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দু'টি পিএফ অ্যাকাউন্ট যুক্ত করতে UAN সক্রিয় করতে হবে। অনলাইনেই এই UAN সক্রিয় করা যেতে পারে। EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) গিয়ে এই ইউনিক নম্বর সক্রিয় করতে হবে। ওয়েবসাইটে Activate UAN অপশনে ক্লিক করতে হবে। এরপর একটি ফর্ম আসবে যেখানে জন্ম তারিখ এবং মোবাইল নম্বর সহ বিভিন্ন তথ্য প্রদান করে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চাকরি বদলিয়েছেন? লোকসান থেকে বাঁচতে পুরনো PF অ্যাকাউন্টের সঙ্গে নতুন অ্যাকাউন্ট কীভাবে যুক্ত করবেন? জানুন প্রক্রিয়া!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল