পাসওয়ার্ডের উত্তরাধিকার: মৃত্যুর পর ডিজিটাল অ্যাকাউন্টের হস্তান্তর হবে কী ভাবে, দেখে নিন একনজরে

Last Updated:

মৃত্যুর পরও নিজের ডিজিটাল অ্যাকাউন্টগুলি কী ভাবে সুরক্ষিত রাখা যাবে?

#কলকাতা: প্রযুক্তির দুনিয়ায় নিয়মের কড়াকড়ি বড় বেশি। তবে সেই বজ্র আঁটুনিতে ফস্কা গেরো হয়ে ঢোকে সাইবার অপরাধীরা। কিন্তু প্রয়োজনের সময় বজ্র আঁটুনিতে নাকানি চোবানি খেতে হয় সাধারণ মানুষকে। এমন সমস্যার মুখোমুখি হতে হয় কোনও ব্যক্তির মৃত্যু হলে। বর্তমান দুনিয়ায় আর্থিক লেনদেন থেকে অন্য সমস্ত বিষয়ই অনলাইন নির্ভর। আর সমস্ত অনলাইন পরিষেবার ক্ষেত্রেই পাসওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা সাধারণত গোপন রাখা হয়।
পরিবারে কারও মৃত্যু হলে নিকটজন পড়তে পারেন বিপদে। ব্যক্তিগত শোকের মুহূর্তেই তাঁদের মৃত ব্যক্তির সমস্ত অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তা সে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হোক, অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভিডিও স্ট্রিমিং পরিষেবা সাবস্ক্রিপশন, এমন আরও অনেক অনলাইন অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য জানতে হবে সঠিক তথ্য। তাই সকলের উচিত পাসওয়ার্ড ম্যানেজার ভল্টে গিয়ে একজন বিশ্বস্ত ব্যক্তিকে অ্যাক্সেস প্রদান করে যাওয়া। এক কথায় সবার উচিত কাউকে ডিজিটাল উত্তরাধিকার স্থির করে রাখা। যাতে মৃত্যুর পর তার ডিজিটাল উত্তরাধিকারী তাঁর সব অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারে।
advertisement
advertisement
মৃত্যুর পরও নিজের ডিজিটাল অ্যাকাউন্টগুলি কীভাবে সুরক্ষিত রাখা যাবে?
বেশ কয়েকটি পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ রয়েছে যার মধ্যে পাসওয়ার্ড উত্তরাধিকার সিস্টেম আছে। যেমন 1Password, Bitwarden, Dashlane, Keeper, LastPass, LogMeOnce, NordPass, Password Boss, RoboForm। উপরের প্রতিটি পাসওয়ার্ড ম্যানেজারের রয়েছে নিজস্ব পাসওয়ার্ড উত্তরাধিকার সিস্টেম। কিছু পাসওয়ার্ড ম্যানেজার ভল্টের প্রতিটি আইটেম অর্থাৎ ক্রেডিট কার্ড নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদের পূর্ণ নিয়ন্ত্রণ উত্তরাধিকারকে দিতে চান অথবা নির্দিষ্ট কিছু বিভাগের অ্যাক্সেস দিতে চান তা বেছে নেওয়ার অনুমতি দেয়।
advertisement
কোনও ব্যক্তি যদি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের পরিকল্পনা করেন এবং তার জন্য অল্প সময়ের জন্য অ্যাকাউন্টগুলি অ্যাক্সেস করতে না পারেন, তাহলে পাসওয়ার্ড ম্যানেজাররা নির্দিষ্ট সময়ের জন্য একজন বিশ্বস্ত ব্যক্তিকে ভল্ট অ্যাক্সেস করতে দেয়৷ এই নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেলে, পাসওয়ার্ড ম্যানেজারটি পুনরায় লক হয়ে যায়।
advertisement
একটি অনলাইন ব্যাঙ্কিং অ্যাকাউন্টের পাসওয়ার্ডের মালিক হওয়ার অর্থ তাঁর অর্থের মালিক হওয়া নয়। নিজের নয় এমন অ্যাকাউন্ট থেকে টাকা ব্যবহার করলে আইনি জটিলতার মধ্যে পড়তে হতে পারে। যদি কারও মৃত্যুর পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার প্রয়োজন হয় তবে তার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চেষ্টা করার আগে অবশ্যই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে। অ্যাকাউন্ট বন্ধ করা ও আর্থিক উত্তরাধিকার হস্তান্তর করা, এমন বিষয়গুলির জন্য ব্যাঙ্কগুলির নিজস্ব প্রোটোকল রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পাসওয়ার্ডের উত্তরাধিকার: মৃত্যুর পর ডিজিটাল অ্যাকাউন্টের হস্তান্তর হবে কী ভাবে, দেখে নিন একনজরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement