আরও পড়ুন: আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কড না থাকলে হতে পারে বড় লোকসান, জেনে নিন লিঙ্কিংয়ের পদ্ধতি.....
এই তথ্য সামনে আসতেই দেশের ডিজিটাল লেন্ডিং অ্যাপগুলির উপর কড়া নজরে রাখা হবে ৷ জানুয়ারিতে RBI-এর তরফে গঠিত একটি কমিটি গ্রাহকদের সুরক্ষার জন্য একটি নোডাল এজেন্সি গঠনের পরামর্শ দিয়েছিল ৷
লোন দিয়ে থাকে এমন অ্যাপগুলির বিরুদ্ধে ২৫০০ এর বেশি অভিযোগ
advertisement
আরবিআই এর তরফে তৈরি পোর্টাল Sachet এ জানুয়ারি ২০২০-তে মার্চ ২০২১ পর্যন্ত ডিজিটাল লোন দেওয়া অ্যাপসগুলির বিরুদ্ধে প্রায় ২৫৬২ অভিযোগ এসেছে ৷ RBI এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ডিজিটাল ফ্রডের ঘটনা বেড়েই চলেছে ৷ ডিজিটাল লেন্ডিং অ্যাপগুলির বিরুদ্ধে জানুয়ারি ২০২০ থেকে মার্চ ২০২১ পর্যন্ত ২৫০০-এর বেশি অভিযোগ এসেছে ৷ এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা মহারাষ্ট্রের ৷ এরপর কর্নাটক, দিল্লি, হরিয়ানা, তেলাঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর বাসিন্দাদের সঙ্গে প্রতারনা হয়েছে ৷
আরও পড়ুন: সুখবর! সোনা ও রুপোর দামে পতন, দেখে নিন ১০ গ্রামের দাম
জানুয়ারিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) তার কার্যকরী ডিরেক্টর জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম আর মোবাইল অ্যাপ সহ ডিজিটাল ঋণের উপর টাস্ক গ্রুপ গঠন করেছিল।
আরও পড়ুন: শিক্ষা ঋণে ছাত্রীদের জন্য সুদের হারে ছাড়, জানুন বিস্তারিত!
২৩ ডিসেম্বর ২০২০-তে আরবিআই সাধারন মানুষকে এরকম ডিজিটাল লোন প্ল্যাটফর্ম বা মোবাইল অ্যাপের অনৈতিক গতিবিধির শিকার হওয়া থেকে সাবধান থাকার বিষয়ে সতর্ক করেছে ৷ MoS Finance এর তরফে জানানো হয়েছে, এরকম যে কোনও সংস্থা থেকে ঋণ নেওয়ার আগে অবশ্যই সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে নিতে হবে এবং ফর্ম ভেরিফাই করতে হবে ৷ সমস্ত রাজ্যকে এরকম অ্যাপের উপর নজর রাখতে বলা হয়েছে ৷