আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের লেটেস্ট রেট জারি, চেক করে নিন আজকের নতুন দাম
৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৯ শতাংশ হতে পারে ডিএ
AICPI সূচকে মার্চ ২০২২-এ অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এর জেরে অনুমান করা হচ্ছে সরকার ৩ শতাংশের জায়গায় ৫ শতাংশ বাড়াতে পারে মহার্ঘ ভাতা ৷ তা যদি হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৯ শতাংশ হয়ে যাবে ৷
advertisement
আরও পড়ুন: ৬ মাসে ৬৪৫ শতাংশ বেড়েছে এই স্টক! বিনিয়োগ না করলে পস্তাবেন...
AICPI সূচক-
চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে AICPI সূচকে পতন দেখা গিয়েছিল ৷ জানুয়ারিতে ১২৫.১, ফেব্রুয়ারিতে ১২৫ ও মার্চে বেড়ে ১২৭.৭ হয়ে গিয়েছে ৷ মে- মাসে ১.৩৫ শতাংশ বেড়ে ১২৭ পেরিয়ে গিয়েছে ৷ মে ও জুন মাসে ১২৭ পেরিয়ে গেলে ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে ৷
৩৯ শতাংশ ডিএ বাড়লে কত বাড়বে স্যালারি -
কর্মচারীদের বেসিক স্যালারি ৫৬৯০০ টাকা হয়, ডিএ ৩৯ শতাংশ হলে ২২১৯১ টাকা পাবেন ৷ বর্তমানে ৩৪ শতাংশ হিসেবে ডিএ মিলছে ১৯৩৪৬ টাকা ৷ ৫ শতাংশ ডিএ বাড়লে ২৮৪৫ টাকা বেতন বেড়ে যাবে ৷ এই হিসেবে বছরে প্রায় ৩৪,১৪০ টাকা বাড়বে ৷
আরও পড়ুন: দীর্ঘমেয়াদে ভাল মুনাফা পেতে বিনিয়োগ এনবিএফসির শেয়ারে, পরামর্শে ব্রোকারেজ ফার্ম
৫০ লক্ষ কর্মচারীদের লাভ হবে
সরকার বছরে ২ বার ডিএ বৃদ্ধি করে থাকে ৷ চলতি বছরের শুরুতে ডিএ বৃদ্ধি করেছে সরকার ৷ এর জেরে প্রায় ৫০ লক্ষের বেশি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগীরা লাভবান হতে চলেছে ৷
