Multibagger Stock: ৬ মাসে ৬৪৫ শতাংশ বেড়েছে এই স্টক! বিনিয়োগ না করলে পস্তাবেন...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Multibagger Stock: গত এক বছর ধরে গুজরাত কোটেক্সের স্টক বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার রিটার্ন দিচ্ছে।
#নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই অস্থিরতা চলছে শেয়ারবাজারে। একদিন উপরে উঠছে, আবার পরের দিন নিচে নেমে যাচ্ছে। তবে, এমন কিছু স্টক রয়েছে যার উপর বাজারের এই অস্থিরতার প্রভাব পড়েনি এবং দিনের পর দিন উন্নতি করে চলেছে। গুজরাত কোটেক্স লিমিটেডের শেয়ার বর্তমানে একটি লস প্রুফ স্টক হিসাবে রয়েছে এবং বিনিয়োগকারীদের প্রচুর মুনাফা করাচ্ছে। গত এক বছর ধরে এই স্টকটি দ্রুত এগিয়ে চলেছে। শুক্রবারও এই স্টক তার ৫২ সপ্তাহের উচ্চতায় পৌঁছে গিয়েছে। আজ এই স্টক ৪.৯৬ শতাংশ বেড়েছে এবং সকাল বারোটায় এই স্টকটি ১০.৮০ টাকায় লেনদেন করছিল। গুজরাত কোটেক্স লিমিটেড হল একটি স্মল ক্যাপ কোম্পানি যার মার্কেট ক্যাপিটালাইজেশন ১৫.৩৮ কোটি টাকা।
গত এক বছর ধরে গুজরাত কোটেক্সের স্টক বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার রিটার্ন দিচ্ছে। এই সময়ে এই স্টক বেড়ে হয়েছে ৫৮৩.৫৪ শতাংশ। ২০২১ সালের ৯ জুন এই শেয়ারের দাম ১.৫৪ টাকা ছিল, যা আজ বেড়ে হয়েছে ১০.৮০ টাকা। গত ছয় মাসে এই স্টকটি ৬৪৪ শতাংশ বেড়েছে এবং এই স্টকটি ১.৪৫ টাকা থেকে বেড়ে ১০.৮০ টাকা হয়েছে। ২০২২ সালে এখনও পর্যন্ত এই স্টকটি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে ৪৫৯ শতাংশ। গত এক মাসে এই স্টকটি বৃদ্ধি পেয়েছে ২২.৫৯ শতাংশ। একই ভাবে, গত পাঁচটি ট্রেডিং সেশনে এই স্টকটি ২১.৩৫ শতাংশ বেড়েছে।
advertisement
advertisement
ক্রমাগত মাল্টিব্যাগার রিটার্ন প্রদানকারী এই স্টকটিতে ছয় মাস আগে যদি কোনও বিনিয়োগকারী এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন এবং তিনি যদি তাঁর বিনিয়োগ বজায় রেখে থাকেন, তবে আজ তাঁর এক লাখ টাকা বেড়ে হয়েছে ৭৪৪৮২২ টাকা। একই ভাবে, এক বছর আগে যদি কোনও বিনিয়োগকারী এক লক্ষ টাকা বিনিয়োগ করে গুজরাত কোটেক্সের শেয়ার কিনে থাকেন তবে এখন তিনি পাবেন ৬৮৩৫৪২ টাকা। ২০২২ সালের শুরুতে যদি কোনও বিনিয়োগকারী এই স্টকে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে এখন তাঁর টাকা প্রায় সাড়ে পাঁচ গুণ বেড়ে হয়েছে ৫৫৯৫৮০ টাকা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2022 12:11 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Stock: ৬ মাসে ৬৪৫ শতাংশ বেড়েছে এই স্টক! বিনিয়োগ না করলে পস্তাবেন...