Kanpur Clash: বিজেপি নেত্রীর মন্তব্যে রাস্তায় শতাধিক প্রতিবাদী, দু-দলের সংঘর্ষে উত্তপ্ত কানপুর, আটক ১৭

Last Updated:

বনধ চলাকালীন দোকানপাট বন্ধ করে দেওয়া নিয়ে শুরু হয় সংঘর্ষ। চলে পাথর-বৃষ্টি। যার ফলে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আহত হন বেশ কয়েকজন বাসিন্দা।

উত্তপ্ত উত্তরপ্রদেশের কানপুর
উত্তপ্ত উত্তরপ্রদেশের কানপুর
#কানপুর: প্রধানমন্ত্রীর সফরের মাঝেই দুপক্ষের হিংসা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশের কানপুরে। নবী মহম্মদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জেরে বিজেপির (BJP) মুখপাত্র নুপুর শর্মার (Nupur Sharma বিরুদ্ধে প্রতিবাদে ডাকা বনধ ঘিরে শুক্রবার কানপুরে সাম্প্রদায়িক সংঘর্ষ বেধে যায়। বনধ চলাকালীন দোকানপাট বন্ধ করে দেওয়া নিয়ে শুরু হয় সংঘর্ষ। চলে পাথর-বৃষ্টি। যার ফলে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আহত হন বেশ কয়েকজন বাসিন্দা। এডিজি, আইন শৃঙ্খলা, প্রশান্ত কুমার বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে (Kanpur Clash)।
এই ঘটনার জেরে এ যাবৎ ১৭ জনকে আটক করেছে পুলিশ। এই বিষয়ে কানপুর জেলা ম্যাজিস্ট্রেট, নেহা শর্মা বলেন, “প্রাথমিক উত্তেজনার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে ইতিমধ্যেই। তিনি জানান, "দু-দল পাথর ছোড়াছুড়ি শুরু করলে কমিশনার এবং যুগ্ম কমিশনার-সহ আমরা সবাই ঘটনাস্থলে উপস্থিত হই।"
advertisement
advertisement
বিজেপি নেত্রী নূপুর শর্মার (BJP spokesperson Nupur Sharma) অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বেগমগঞ্জ থানা এলাকার নয়া সড়কের সংখ্যালঘুদের একটি স্থানীয় সমিতির সভাপতি জাফর হায়াত হাশমি বনধের ডাক দেন। একটি সামাজিক সংগঠন কানপুরের (Kanpur Clash) ওই এলাকাজুড়ে বনধ ঘোষণা করার পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানাতে শুরু করেন। অন্যদিকে যারা বাজার বন্ধের পক্ষে ছিল না তারা বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এদিনের ধর্মীয় প্রার্থনা শেষ হলে উত্তেজনা চরমে পৌঁছয়। এরপরেই ২৫টি থানার বাহিনী-সহ পুলিশের শীর্ষকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের প্রয়াসে শেষমেশ পরিবেশ শান্ত হয় এমনটাই সূত্রের খবর।
বাংলা খবর/ খবর/দেশ/
Kanpur Clash: বিজেপি নেত্রীর মন্তব্যে রাস্তায় শতাধিক প্রতিবাদী, দু-দলের সংঘর্ষে উত্তপ্ত কানপুর, আটক ১৭
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement