আরও পড়ুন: নামী ক্রিকেটারের প্যান কার্ড গিয়েছে হারিয়ে, ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করল সাহায্য!
মার্কেট এক্সপার্টদের মতে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি না করায় প্রচুর টাকা লোকসান হচ্ছে তেল সংস্থাগুলির ৷ এই পরিস্থিতিতে সামান্য মার্জিন রাখতে হলেও ৫-৬ টাকা বৃদ্ধি করতে হবে তেলের দাম ৷ আন্তর্জাতিক বাজারে গত ৭ বছরের নিরিখে বর্তমানে অশোধিত তেলের দাম সর্বোচ্চ ৷ এর জেরে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হতেই দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
আরও পড়ুন: নতুন নিয়ম লাগু হওয়ায় এবার এখানে কাজ করতে হবে সপ্তাহে মাত্র ৪দিন!
কোন কোন জিনিসের দামে প্রভাব পড়বে -
আইসিআইসিআই সিকিউরিটিজের (ICICI Securities) বিশ্লেষক প্রবল সেন জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠা-নামার প্রভাব দেশের বাজারেও দেখা যায় ৷ আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের যদি প্রতি ব্যারেলে ১ ডলার দাম বাড়ে তাহলে দেশের বাজারে তেলের দাম ৪৬-৪৭ পয়সা প্রতি লিটারে বেড়ে যায় ৷ তবে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়লেও দীপাবলির পর থেকে দেশের বাজারে স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ নভেম্বরের পর থেকে এখনও পর্যন্ত অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ২৫ ডলার বেড়েছে ৷
আরও পড়ুন: গয়না, মূল্যবান সম্পত্তি রাখতে চান? দেখে নিন কীভাবে ব্যাঙ্কের লকার ভাড়া নেবেন!
লাগাতার দাম বৃদ্ধি হয়েই চলেছে অশোধিত তেলের
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা উত্তেজনার জেরে মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম ৯৪ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছিল ৷ ২০১৪ সালের পর এই প্রথম ক্রুডের দাম এতটা বেড়ে গিয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই পরিস্থিতি বজায় থাকলে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ১২৫ ডলার হয়ে যেতে পারে ৷