TRENDING:

Alert! ব্যাঙ্কেও নিরাপদ নেই আপনার টাকা! আগামী দিনে আরও বাড়বে ব্যাঙ্কিং ফ্রডের ঘটনা: Deloitte

Last Updated:

কী কারণে বেড়েছে সাইবার ফ্রডের ঘটনা ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভাল রিটার্নের পাশাপাশি নিজের কষ্টের টাকা সুরক্ষিত রাখার জন্য ব্যাঙ্কে টাকা জমা করে থাকেন সাধারণ মানুষ ৷ কিন্তু আপনি কী জানেন এখন ব্যাঙ্কেও আরও নিরাপদ নেই আপনার টাকা ৷ শুধু ব্যাঙ্ক না অন্যান্য ফিন্যান্সিয়াল সংস্থায় রাখা টাকা এখন আর সুরক্ষিত নেই ৷ কারণ তাদের উপর নজর রয়েছে সাইবার ফ্রডদের ৷
advertisement

আরও পড়ুন:  প্রতিদিন মাত্র ২৫০ টাকা করে বাঁচিয়ে হয়ে যেতে পারেন লক্ষ লক্ষ টাকার মালিক!

মহামারির জেরে ডিজিটাল নির্ভরতা অনেকটাই বেড়েছে ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সাইবার ফ্রডের ঘটনা ৷ গত দু’বছরে সাইবার ফ্রডের ঘটনা হু হু করে বেড়েছে ৷ অডিট, কনসাল্টিং, ট্যাক্স ও অ্যাডভাইজারি সার্ভিসেস ফ্রম ডেলয়েট ইন্ডিয়া (Deloitte India) এই সার্ভেতে জানিয়েছে ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক সংস্থা এই সমস্যার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছে ৷ আগামী দিনে সাইবার ফ্রডের ঘটনা হতেই থাকবে ৷

advertisement

আরও পড়ুন: ফ্রডের হাত থেকে বাঁচতে অবশ্যই চেক করে নিন আধার কার্ডের হিস্ট্রি.....

কী কারণে বেড়েছে সাইবার ফ্রডের ঘটনা ?

(Deloitte Touche Tohmatsu India LLP) জানিয়েছে আগামী দু’বছরে কয়েকটি কারনের জন্য সাইবার ফ্রডের ঘটনা বাড়তে চলেছে ৷ এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে কার্যালয়ের বদলে অন্য জায়গা থেকে কাজ করা ৷ গ্রাহকদের মধ্যে ব্যাঙ্কের শাখায় না গিয়ে অন্যান্য মাধ্যমে ব্যাঙ্কের কাজ করার প্রবণতা বাড়তে থাকাও একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে ৷

advertisement

আরও পড়ুন: নিয়মে বড়সড় বদল করল সরকার, এবার এই ডকুমেন্ট ছাড়া মিলবে না টাকা

আগামী দু’বছরে আরও বাড়বে ফ্রডের ঘটনা -

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

ডেলয়টের এই সার্ভে দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত আর্থিক সংস্থার ৭০ জন সিনিয়র আধিকারিকের সঙ্গে কথা বলে করা হয়েছে ৷ সার্ভেতে সামিল রয়েছে প্রাইভেট, পাবলিক, বিদেশি, সহকারি ও গ্রামীণ ব্যাঙ্ক ৷ সার্ভেতে ৭৮ শতাংশ আশঙ্কা জানিয়েছেন যে আগামী দিনে ব্যাঙ্কিং ফ্রডের ঘটনা আরও বাড়তে চলেছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alert! ব্যাঙ্কেও নিরাপদ নেই আপনার টাকা! আগামী দিনে আরও বাড়বে ব্যাঙ্কিং ফ্রডের ঘটনা: Deloitte
Open in App
হোম
খবর
ফটো
লোকাল