মার্চ ২০১৭ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের জারি একটি বিজ্ঞপ্তিতে বেশ কিছু সংখ্যক মানুষকে প্যান ও আধার লিঙ্ক করার বিষয়ে ছাড় দেওয়া হয়েছে ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল এই নির্দিষ্ট শ্রেণির মানুষ প্যান ও আধার লিঙ্ক না করালেও কোনও সমস্যা হবে না আর না তাঁদের ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে ৷
advertisement
আরও পড়ুন: বাইরে গিয়ে লাইনে নয়! বাড়িতে বসেই চেক করুন প্যান-আধার লিঙ্ক আছে কিনা
আরও পড়ুন: SIP না কি FD, কোথায় করবেন বিনিয়োগ! যাচাই করে নিন ক্যালকুলেটরে!
কাদের লিঙ্ক করার দরকার নেই ?
অসম, মেঘালয় ও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে বাসিন্দাদের এই লিঙ্ক করানো বাধ্যতামূলক নয় ৷ আয়কর নিয়ম ১৯৬১ অনুযায়ী, একজন অনাবাসীর জন্য আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। এছাড়া গত বছর যাঁদের ৮০ বা তার বেশি বয়স হয়েছে তাঁদের ক্ষেত্রেও আধার ও প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক নয় ৷ পাশাপাশি যদি কোনও ব্যক্তি ভারতের নাগরিক না হন তাহলে সে ক্ষেত্রেও এই লিঙ্ক করানো জরুরি নয় ৷
দেখে নিন কীভাবে প্যান ও আধার লিঙ্ক করবেন -
প্যান ও আধার লিঙ্ক না করানো থাকলে আপনি এসএমএস এর মাধ্যমে বা অনলাইনে লিঙ্ক করাতে পারবেন ৷ SMS এর মাধ্যমে লিঙ্ক করাতে চাইলে রেজিস্টার্ড ফোন নম্বর থেকে 567678 या 56161 নম্বরে মেসেজ পাঠাতে হবে ৷ এছাড়া আয়কর পোর্টালে গিয়ে ১০০০ টাকা দিয়ে প্যান ও আধারের সঙ্গে অনলাইনে লিঙ্ক করতে পারবেন ৷ আয়কর বিভাগের ওয়েবসাইটে incometaxindiaefiling.gov.in গিয়ে প্যান ও আধার লিঙ্ক করাতে পারবেন ৷