কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এই আপডেটই এখনও পর্যন্ত ৷ যদি সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে বেসিক স্যালারিতে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়তে পারে ৷ ১ অগাস্ট ২০২২ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নতুন মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে ৷ আসলে AICPI-এর সূচকঅনুযায়ী ১ অগাস্ট ২০২২ থেকে ডিএ ৪ থেকে ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে ৷ অর্থাৎ বৃদ্ধি হওয়ার পরে মহার্ঘ ভাতা ৩৮ থেক ৩৯ শতাংশ ডিএ হতে পারে ৷ এখনও পর্যন্ত মহার্ঘ ভাতা AICPI-এর সূচক অনুযায়ী নম্বর এসে গিয়েছে ৷ জুনের নম্বরের পরে কেন্দ্র ঘোষণা করতে পারে ৷
advertisement
এরই মধ্যে মোদি সরকার যদি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে সহমত প্রকাশ করেন ৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের পেনশন বাড়বে ৷ সপ্তম বেতন কমিশনের অন্তর্গত কেন্দ্রীয় সরকার বেতনের ফিটমেন্ট ফ্যাক্টরের মাধ্যমে নির্দিষ্ট হয়ে থাকে ৷ যদি এমনই হয়ে থাকে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বাড়তে পারে ৷ এই সূত্রেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন প্রায় আড়াই গুণ বেড়ে যাবে ৷
এই সূত্রেই মোদি সরকারের কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ পয়েন্ট হবে ৷ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক স্যালারি ১৮,০০০ টাকা এবং সর্বাধিক বেসিক স্যালারি ৫৬,৯০০ টাকা ৷