TRENDING:

7th Pay Commission: মোদি সরকারের কর্মীদের জন্য বাম্পার খবর! Fitment Factor নিয়ে বিশাল আপডেট

Last Updated:

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড়সড় সিদ্ধান্ত হতে পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অত্যন্ত বড় খবর ৷ কেন্দ্রীয় সরকার আগামী ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে ৷ এরফলে মোদি সরকারের কর্মীদের ন্যূনতম বেসিক স্যালারি বেড়ে যাবে ৷ এই কারণেই খসড়া তারি হবে ৷ যা কেন্দ্রের সঙ্গে শেয়ার করা হবে ৷ জি বিজনেসের এক খবরের ভিত্তিতে জানতে পারা যাচ্ছে জুলাইয়ের একদম শেষে এই বিষয় নিয়ে বৈঠক হতে পারে ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এই আপডেটই এখনও পর্যন্ত ৷ যদি সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে বেসিক স্যালারিতে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়তে পারে ৷ ১ অগাস্ট ২০২২ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নতুন মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে ৷ আসলে AICPI-এর সূচকঅনুযায়ী ১ অগাস্ট ২০২২ থেকে ডিএ ৪ থেকে ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে ৷ অর্থাৎ বৃদ্ধি হওয়ার পরে মহার্ঘ ভাতা ৩৮ থেক ৩৯ শতাংশ ডিএ হতে পারে ৷ এখনও পর্যন্ত মহার্ঘ ভাতা AICPI-এর সূচক অনুযায়ী নম্বর এসে গিয়েছে ৷ জুনের নম্বরের পরে কেন্দ্র ঘোষণা করতে পারে ৷

advertisement

এরই মধ্যে মোদি সরকার যদি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে সহমত প্রকাশ করেন ৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের পেনশন বাড়বে ৷ সপ্তম বেতন কমিশনের অন্তর্গত কেন্দ্রীয় সরকার বেতনের ফিটমেন্ট ফ্যাক্টরের মাধ্যমে নির্দিষ্ট হয়ে থাকে ৷ যদি এমনই হয়ে থাকে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বাড়তে পারে ৷ এই সূত্রেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন প্রায় আড়াই গুণ বেড়ে যাবে ৷

advertisement

আরও পড়ুন: NSC VS KVP: এনএসসি না কেভিপি? বিনিয়োগের ঝুঁকিহীন ও নিরাপদ মাধ্যম হিসেবে কোনটা আপনার জন্য সেরা? জানুন বিশদে

আরও পড়ুন:  Rail Ticket Reservation System Change|| ট্রেন ছেড়ে দিলেও এ বার মিলবে সংরক্ষিত টিকিট, বিরাট সিদ্ধান্ত পূর্ব রেলের

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

এই সূত্রেই মোদি সরকারের কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ পয়েন্ট হবে ৷ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক স্যালারি ১৮,০০০ টাকা এবং সর্বাধিক বেসিক স্যালারি ৫৬,৯০০ টাকা ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: মোদি সরকারের কর্মীদের জন্য বাম্পার খবর! Fitment Factor নিয়ে বিশাল আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল