TRENDING:

7th Pay Commission: মোদি সরকারের কর্মীদের জন্য বাম্পার খবর! Fitment Factor নিয়ে বিশাল আপডেট

Last Updated:

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড়সড় সিদ্ধান্ত হতে পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অত্যন্ত বড় খবর ৷ কেন্দ্রীয় সরকার আগামী ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে ৷ এরফলে মোদি সরকারের কর্মীদের ন্যূনতম বেসিক স্যালারি বেড়ে যাবে ৷ এই কারণেই খসড়া তারি হবে ৷ যা কেন্দ্রের সঙ্গে শেয়ার করা হবে ৷ জি বিজনেসের এক খবরের ভিত্তিতে জানতে পারা যাচ্ছে জুলাইয়ের একদম শেষে এই বিষয় নিয়ে বৈঠক হতে পারে ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এই আপডেটই এখনও পর্যন্ত ৷ যদি সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে বেসিক স্যালারিতে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়তে পারে ৷ ১ অগাস্ট ২০২২ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নতুন মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে ৷ আসলে AICPI-এর সূচকঅনুযায়ী ১ অগাস্ট ২০২২ থেকে ডিএ ৪ থেকে ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে ৷ অর্থাৎ বৃদ্ধি হওয়ার পরে মহার্ঘ ভাতা ৩৮ থেক ৩৯ শতাংশ ডিএ হতে পারে ৷ এখনও পর্যন্ত মহার্ঘ ভাতা AICPI-এর সূচক অনুযায়ী নম্বর এসে গিয়েছে ৷ জুনের নম্বরের পরে কেন্দ্র ঘোষণা করতে পারে ৷

advertisement

এরই মধ্যে মোদি সরকার যদি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে সহমত প্রকাশ করেন ৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের পেনশন বাড়বে ৷ সপ্তম বেতন কমিশনের অন্তর্গত কেন্দ্রীয় সরকার বেতনের ফিটমেন্ট ফ্যাক্টরের মাধ্যমে নির্দিষ্ট হয়ে থাকে ৷ যদি এমনই হয়ে থাকে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বাড়তে পারে ৷ এই সূত্রেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন প্রায় আড়াই গুণ বেড়ে যাবে ৷

advertisement

আরও পড়ুন: NSC VS KVP: এনএসসি না কেভিপি? বিনিয়োগের ঝুঁকিহীন ও নিরাপদ মাধ্যম হিসেবে কোনটা আপনার জন্য সেরা? জানুন বিশদে

আরও পড়ুন:  Rail Ticket Reservation System Change|| ট্রেন ছেড়ে দিলেও এ বার মিলবে সংরক্ষিত টিকিট, বিরাট সিদ্ধান্ত পূর্ব রেলের

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এই সূত্রেই মোদি সরকারের কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ পয়েন্ট হবে ৷ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক স্যালারি ১৮,০০০ টাকা এবং সর্বাধিক বেসিক স্যালারি ৫৬,৯০০ টাকা ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: মোদি সরকারের কর্মীদের জন্য বাম্পার খবর! Fitment Factor নিয়ে বিশাল আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল