NSC VS KVP: এনএসসি না কেভিপি? বিনিয়োগের ঝুঁকিহীন ও নিরাপদ মাধ্যম হিসেবে কোনটা আপনার জন্য সেরা? জানুন বিশদে
Last Updated:
NSC VS KVP: আসলে দুই স্কিমের সাদৃশ্যই বোধহয় বেশি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দু’টি স্কিম একে অপরের তুলনায় আলাদা।
#নয়াদিল্লি: বহু বিনিয়োগকারী বিনিয়োগের জন্য এমন একটি মাধ্যম খোঁজেন, যেটি হবে সুরক্ষিত, নিরাপদ এবং ঝুঁকিহীন। আর সেই সঙ্গে রিটার্নও আসবে ভালো। এই বিনিয়োগকারীরা নিজেদের পছন্দ এবং ক্ষমতা অনুযায়ী বেছে নিতে পারেন ন্য়াশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate) বা এনএসসি (NSC) এবং কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra) বা কেভিপি (KVP) স্কিম।
এই দু’টি স্কিমই অত্যন্ত নিরাপদ। মূলত গ্রামীণ অঞ্চল কিংবা মফস্বল এলাকার মানুষ এবং মধ্য ও নিম্ন আয়গোষ্ঠীর মানুষের কথা মাথায় রেখেই এই দুই স্কিম বানানো হয়েছে। তবে অনেক সময় বিনিয়োগকারীরা এই দুই স্কিমের মধ্যে কোনটি বাছবেন, সেটা বুঝে উঠতে পারেন না। আসলে দুই স্কিমের সাদৃশ্যই বোধহয় বেশি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দু’টি স্কিম একে অপরের তুলনায় আলাদা। তা-হলে বিশদে জেনে নেওয়া যাক, এনএসসি এবং কেভিপি-র সমস্ত তথ্য।
advertisement
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate) বা এনএসসি (NSC) কী?
advertisement
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট হল এমন একটি স্কিম, যা ছোট সেভিংস-কে সুসংহত করতে সাহায্য করে। ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে ভারত সরকার এই স্কিমটিকে চালনা করে থাকে। এই স্কিমটি আসলে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটস (VIII Issue) স্কিম, ২০১৯ নামে পরিচিত। ২০১৯ সালের ১২ ডিসেম্বরের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি দ্বারা কভার করা হয়েছে এনএসসি-কে। ১৮৭৩-এর সরকারি সেভিংস প্রোমোশন অ্যাক্ট-এর অধীনে এটি চালিত হয়।
advertisement
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট-কে স্থায়ী আয়ের বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়ে থাকে। আর এর সঙ্গে করের সুবিধাও রয়েছে। আর সবথেকে বড় কথা হল- গ্রামীণ এলাকার মানুষদের কথা মাথায় রেখেই এই স্কিম চালু করা হয়েছে। শুধু তা-ই নয়, মফস্বল এলাকার মানুষরাও এই স্কিমের সুবিধা পেতে পারেন। আসলে গ্রামাঞ্চল এবং মফস্বলের মানুষ যাতে পোস্ট অফিসে টাকা সঞ্চয় করতে পারেন, সেই কথা ভেবেই এই স্কিম আনা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ITR: এখনও পর্যন্ত জমা পড়েছে ৩ কোটি আইটিআর ফাইল; মেয়াদ বাড়ানো নিয়ে সরকার কী বলছে?
কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra) বা কেভিপি (KVP) কী?
কিষাণ বিকাশ পত্র একটি নিরাপদ এবং ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম। এটি কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় ডাক বিভাগের দ্বারা চালিত হয়ে থাকে। এই স্কিমের মাধ্যমে যে টাকা তোলা হয়, সেই টাকা কৃষকদের উন্নয়ন এবং কল্যাণমূলক কাজে লাগায় ভারত সরকার। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, দেশের কৃষিকাজে উন্নয়নের অন্যতম মূল চাবিকাঠি হল কেভিপি স্কিম।
advertisement
আরও পড়ুন: Gold Price In Kolkata: কলকাতায় ফের সস্তা সোনা! প্রতি গ্রামে আকর্ষণীয় দাম
সাধারণত নিম্ন এবং মধ্য আয় গোষ্ঠী এবং প্রধানত গ্রামাঞ্চল ও মফস্বল এলাকার মানুষদের কথা ভেবেই কিষাণ বিকাশ পত্র স্কিমটি তৈরি করা হয়েছিল। নিঃসন্দেহেই গ্রাহকদের ভালো হারে সুদ প্রদান করার বিষয়টা নিশ্চিত করে কেন্দ্রীয় সরকার। তবে এই সুদের হার মুদ্রাস্ফীতিকে ছাপিয়ে যেতে পারেনি। কেভিপি অ্যাকাউন্টকে তিন ভাগে ভাগ করা যায়। যথা - সিঙ্গল হোল্ডার টাইপ, জয়েন্ট টাইপ-এ এবং জয়েন্ট টাইপ-বি। শুধুমাত্র যে ব্যক্তির স্থায়ী ঠিকানা রয়েছে, তিনিই বিনিয়োগ করতে পারবেন। তবে নন-
advertisement
রেসিডেন্ট বিনিয়োগকারী, এইচইউএফ, অংশীদার ফার্ম অথবা দেশি কিংবা বিদেশি কোম্পানি কিন্তু কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগ করতে পারবে না।
ন্য়াশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি-র মূল বৈশিষ্ট্যগুলি কী কী?
advertisement
কিষাণ বিকাশ পত্র বা কেভিপি-র মূল বৈশিষ্ট্যগুলি কী কী?
এনএসসি এবং কেভিপি স্কিমের তুলনা:
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এবং কিষাণ বিকাশ পত্র স্কিমের বহু সাদৃশ্য রয়েছে। এর পাশাপাশি এই দুই স্কিমের কিছু ফারাকও রয়েছে। দেখে নেওয়া যাক, সেই পার্থক্য।
মেয়াদ কাল:
এনএসসি স্কিমের মেয়াদ কাল ৫ বছর। সেখানে কেভিপি স্কিমের মেয়াদ কাল ১০ বছর ৪ মাস।
সুদের হার:
এনএসসি স্কিমের সুদের হার ৬.৮ শতাংশ। সেখানে কেভিপি স্কিমের সুদের হার ৬.৯ শতাংশ।
৮০সি ধারার আওতায় ট্যাক্স ডিডাকশন:
১৯৬১ সালের আয়কর আইনের ৮০সি ধারার অধীনে এনএসসি স্কিমে পাওয়া যাবে করের সুবিধা। তবে কেভিপি স্কিমে কর সংক্রান্ত এই সুবিধা পাওয়া যাবে না।
মেয়াদ পূর্তির আগেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে:
এনএসসি স্কিমের লক-ইন পিরিয়ড ৫ বছর। আবার অন্য দিকে, কেভিপি স্কিম ২.৫ বছর পর বন্ধ করে দেওয়া যাবে।
ন্য়াশনাল সেভিংস সার্টিফিকেট বনাম কিষাণ বিকাশ পত্র: কাদের জন্য কোনটা ভালো?
নিরাপদ এবং ঝুঁকিহীন আয়ের পথ হিসেবে কিষাণ বিকাশ পত্র এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট উভয় স্কিমই দুর্দান্ত এবং জনপ্রিয়ও বটে। এই দুইয়ের সুদের হার প্রায় একই রকম। তাই অনেকেই বিনিয়োগের জন্য কোন স্কিমটা বেছে নেবেন, সেটা বুঝে উঠতে পারেন না।
বিনিয়োগকারী ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম কখন বেছে নিতে পারেন?
বিনিয়োগকারী কিষাণ বিকাশ পত্র স্কিম কখন বেছে নিতে পারেন?
Location :
First Published :
July 27, 2022 9:55 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
NSC VS KVP: এনএসসি না কেভিপি? বিনিয়োগের ঝুঁকিহীন ও নিরাপদ মাধ্যম হিসেবে কোনটা আপনার জন্য সেরা? জানুন বিশদে