আরও পড়ুন: Panchang|| পঞ্জিকা ৩ নভেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
শেয়ার বাজার হল এমন একটি জায়গা যেখানে টাকা ইনভেস্ট করলে কয়েক গুণ টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একই সঙ্গে শেয়ার বাজারে ইনভেস্ট করলে একটি রিস্কও থেকে যায়। কারণ বাজারের ওপর এর রিটার্ন নির্ভর করে থাকে। কোনও সময় ইনভেস্ট করা টাকার দ্বিগুণ টাকা পাওয়া গেলেও, অনেক সময় আবার লোকসানও হতে পারে। শেয়ার বাজারে যে টাকা ইনভেস্ট করা হয়েছে, তার থেকে অনেক কম টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। এক্ষেত্রে শেয়ার বাজার সম্বন্ধে ভালো করে জেনে, তার পর শেয়ার বাজারে ইনভেস্ট করা দরকার। শেয়ার বাজারে ইনভেস্ট করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিয়েও ইনভেস্ট করা যেতে পারে। সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারলে, সেই শেয়ার ফেরত দিতে পারে কয়েক গুণ রিটার্ন।
advertisement
আরও পড়ুন: Bank Holidays: আজ থেকে ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট
ব্রোকারেজ নোটে বলা হয়েছে যে "JSW কোম্পানির ট্র্যাক রেকর্ড খুবই ভালো। এদের সঠিক কমিশন এবং সঞ্চালন প্রক্রিয়ার একটি মজবুত ট্র্যাক রেকর্ড রয়েছে"। ব্রোকারেজদের কথা অনুযায়ী এই ট্র্যাক রেকর্ড কোম্পানিকে কয়লা থেকে গ্রিন এনার্জিতে রূপান্তরিত করতে সাহায্য করবে। আশা করা হচ্ছে JSW এনার্জি কোম্পানি আগামী কয়েক মাসের মধ্যেই নিজেদের গ্রিন আর গ্রে ব্যবসাকে পুনর্গঠন করার সিদ্বান্ত নিতে পারে।
আরও পড়ুন: PM Kisan: এবার বিনা গ্যারেন্টিতে ১.৬০ লক্ষ টাকার লোন নিতে পারবেন কৃষকরা
এই কোম্পানির এমন ট্র্যাক রেকর্ডের জন্যই এদের শেয়ার মাল্টিবিগার শেয়ারে পরিণত হয়েছে। কোম্পানির ব্যাসার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ার ফলে বাজারে এদের শেয়ারের চাহিদাও খুব বেশি। এর ফলে এদের শেয়ারের দাম কয়েক গুণ বেড়েছে এক বছরের মধ্যেই। যদিও শেয়ার বাজারে ইনভেস্ট করার আগে সেই কোম্পানি সম্বন্ধে ভালো করে জেনেই সেখানে ইনভেস্ট করা দরকার।