আরও পড়ুন: বিয়ের মরশুমে সস্তা হল সোনা, চেক করে নিন ১০ গ্রামের লেটেস্ট রেট
যে কৃষকরা পিএম কিষান যোজনায় নিজেদের নথিভুক্ত করিয়েছেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকা ক্রেডিট হওয়ার অপেক্ষায় রয়েছেন ৷ রেজিস্টার্ড কৃষকদের জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ পিএম কিষানের জন্য eKYC-এর সময় সীমা ৩১ মে ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করিয়ে থাকলে আটকে যাবে যোজনার আগামী কিস্তির টাকা ৷
advertisement
আরও পড়ুন: আপনার আধার কার্ড আসল না নকল, এই স্টেপসগুলি ফলো করে জেনে নিন...
এই ভাবে আগামী কিস্তির টাকার স্টেটাস সহজেই চেক করে নিন...
Step 1: ১১ তম কিস্তির টাকা জারি হওয়ার পর পিএম কিষান যোজনার ওয়েবসাইটে pmkisan.gov.in যেতে হবে ৷
Step 2: হোমপেজে বেনিফিশিয়ারি স্টেটাস (Beneficiary Status) এ ক্লিক করতে হবে ৷
Step 3: এরপর যে কোনও একটি অপশন সিলেক্ট করতে হবে- আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর ৷ এবার 'Get Data'-তে ক্লিক করতে হবে ৷
আরও পড়ুন: সেভিংস অ্যাকাউন্টে এক বছরে ৫০ লাখ টাকা জমা করেছেন? এবার থেকে দিতে হবে আয়কর!
PM Kisan অ্যাপের মাধ্যমে এই ভাবে চেক করে নিন ১১তম কিস্তির টাকা
Step 1: সবার প্রথমে পিএম কিষান মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে ৷ এর জন্য পিএম কিষানের ওয়েবসাইটে যেতে বা https://pmkisan.gov.in/ লিঙ্কে ক্লিক করতে হবে ৷
Step 2: হোমপেজের ডান দিকে ফার্মাস কর্নার থেকে ‘ডাউনলোড PMKISAN মোবাইল অ্যাপ’-এ ক্লিক করতে হবে ৷ Google Play store থেকে PM Kisan App সরাসরি ডাউনলোড করতে পারবেন ৷
Step 3: পিএম কিষান মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে সুবিধাভোগীরা তাঁদের রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ এখানে রেজিস্ট্রেশন ও যোজনার কিস্তির টাকার স্টেটাস জানতে পারবেন ৷