লাইভ মিন্টের একটি রিপোর্ট অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক ১০ অগাস্ট লাইসেন্স বাতিল করার নোটিস জারি করেছিল ৷ নোটিসে জানানো হয়েছিল ব্যাঙ্কের লাইসেন্স ১০ অগাস্ট থেকে ৬ সপ্তাহ পরে বাতিল করা হবে ৷
আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে বেশি সুদ চান! এই ব্যাঙ্কগুলি দিতে পারে মনের মতো রিটার্ন!
এরপর ব্যাঙ্কের সমস্ত ব্রাঞ্চ বন্ধ করে দেওয়া হবে এবং অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না ৷ ২২ সেপ্টেম্বর থেকে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ লাগু হয়ে গিয়েছে এবং ব্যাঙ্কের সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছে ৷
advertisement
আরও পড়ুন: এই ৭৭ হাজার কৃষকের আটকে যেতে পারে যোজনার টাকা, লিস্টে আপনার নাম নেই তো ?
তাহলে কী ডুবে যাবে গ্রাহকদের টাকা ?
নিয়ম অনুযায়ী, কোনও ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে এবং বন্ধ হয়ে গেলে ৫ লক্ষ টাকা ডিপোজিট ইনস্যুরেন্স কভার পাওয়া যায় ৷ DICGC আপনাকে ইনস্যুরেন্স কভার দিয়ে থাকে ৷ এই ব্যাঙ্কে ৫ লক্ষ টাকার কম থাকলে আপনার টাকা ডুববে না ৷ আপনি পুরো টাকা পেয়ে যাবেন ৷ ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে নিয়ম অনুযায়ী, আপনার যত টাকায় থাকুন না কেন সর্বোচ্চ আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত পাবেন ৷