এই দিন আসতে পারে কিস্তির টাকা
কেন্দ্র সরকার ১৫ ডিসেম্বর ২০২১ এর মধ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM kisan Samman Nidhi) দশম কিস্তি জারি করার পরিকল্পনা করছে ৷ গত বছর ২৫ ডিসেম্বরে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল ৷
১. এই মাসে পিএম কিষানের কিস্তির টাকা ট্রান্সফার করা হয়ে থাকে-
advertisement
প্রথম কিস্তির টাকা ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে, দ্বিতীয় কিস্তির টাকা ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে, তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে ৷
২. দেখে নিন কারা পাবেন এই যোজনার সুবিধা-
পিএম কিষান সম্মান নিধির (PM kisan Samman Nidhi) যোজনার লাভ কেবল সেই কৃষকরাই পাবেন যাঁদের কাছে ২ হেক্টর অথার্ৎ ৫ একর চাষ যোগ্য জমি রয়েছে ৷ কেউ যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকেন তাহলে এই সুবিধা পাবেন না ৷ এই যোজনার সুবিধা পাবেন না ডাক্তার, উকিল বা সিএ ৷
৩. এই ভুল করলে আটকে যাবে টাকা -
অনেক সময় সরকারের তরফে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হয় কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয় না ৷ এর সবচেয়ে বড় কারণ হল ভুল আধার ও অ্যাকাউন্ট নম্বর দেওয়া ৷
৪. যোজনার লাভ নেওয়ার জন্য নিজের নামে চাষের জমি থাকতে হবে-
পিএম কিষান যোজনার লাভ কেবল সেই কৃষকরাই পাবেন যাঁদের নামে চাষের জমি রয়েছে ৷ বাবা, দাদু বা অন্যান্য সদস্যের নামে জমি থাকলে এই সুবিধা মিলবে না ৷
৫. পিএম কিষান যোজনার জন্য অনলাইন রেজিস্ট্রেশন -
এই স্কিমের জন্য রেজিস্ট্রেশন করানোর প্রক্রিয়া বেশ সহজ ৷ বাড়িতে বসে অনলাইনে পুরো প্রক্রিয়া সহজেই করতে পারবেন ৷ এছাড়া পঞ্চায়েত সচিব, কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ৷ আপনি নিজেও এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ৷
৬. লিস্টে এই ভাবে চেক করুন নিজের নাম -
আবেদনের জন্য সবার প্রথম যোজনার ওয়েবসাইট https://pmkisan.gov.in ভিজিট করতে হবে ৷ হোমপেজে Farmers Corner এর অপশন দেখা যাবে ৷ Farmers Corner সেকশনের ভিতরে Beneficiaries List অপশনে ক্লিক করতে হবে ৷ এরপর ড্রপডাউন লিস্ট থেকে রাজ্যের নাম, জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে ৷
৭. পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইট -
আপনার আবেদনপত্রে নাম ভুল থাকলে অর্থাৎ অ্যাপ্লিকেশন ও আধারে নাম আলাদা আলাদা থাকলে PM Kisan Scheme এর ওয়েবসাইটে গিয়ে (https://pmkisan.gov.in/) অনালাইনে ঠিক করতে পারবেন ৷
৮. টাকা ক্রেডিট না হলে এখানে অভিযোগ জানাতে পারবেন-
যোজনার টাকা ক্রেডিট না হলে কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে ৷ এছাড়া হেল্পলাইন নম্বরে ফোন করেও অভিযোগ জানাতে পারবেন ৷ সোমবার থেকে শুক্রবার পিএম কিষান হেল্প ডেস্কের (PM KISAN Help Desk)ই-মেল pmkisan ict@gov.in এ যোগাযোগ করতে পারবেন ৷ এছাড়া 011 23381092 (Direct HelpLine) নম্বরে ফোন করেও অভিযোগ জানাতে পারবেন ৷
৯. হেল্পডেস্কের মাধ্যমে ভুল সংশোধন করতে পারবেন -
কৃষকদের সমস্যা সমাধানের জন্য পোর্টালে একটি হেল্পডেস্কের অপশন দেওয়া হয়েছে ৷ এই সাইটে যাওয়ার জন্য কৃষকরা আধার নম্বরের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ Helpdesk এ ক্লিক করার পর আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল নম্বর এন্টার করার পর যা ভুল রয়েছে সেটি সংশোধন করতে পারবেন ৷