TRENDING:

PM Kisan: শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে ২০০০ টাকা, যোজনা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে এখানে

Last Updated:

কেন্দ্র সরকার ১৫ ডিসেম্বর ২০২১ এর মধ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM kisan Samman Nidhi) দশম কিস্তি জারি করার পরিকল্পনা করছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM kisan Samman Nidhi) লাভ নিতে চাইলে এই বিষয়টি জেনে রাখা আপনার জন্য জরুরি ৷ এই যোজনায় সরকার কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকে ৷ এখনও পর্যন্ত সরকারের তরফে ৯টি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে ৷ এবার শীঘ্রই দশম কিস্তির টাকা ক্রেডিট করা হবে ৷ এই যোজনা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখানে ....
advertisement

এই দিন আসতে পারে কিস্তির টাকা

কেন্দ্র সরকার ১৫ ডিসেম্বর ২০২১ এর মধ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM kisan Samman Nidhi) দশম কিস্তি জারি করার পরিকল্পনা করছে ৷ গত বছর ২৫ ডিসেম্বরে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/alert-six-important-rules-are-going-to-change-from-1st-october-dc-664589.html

১. এই মাসে পিএম কিষানের কিস্তির টাকা ট্রান্সফার করা হয়ে থাকে-

advertisement

প্রথম কিস্তির টাকা ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে, দ্বিতীয় কিস্তির টাকা ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে, তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে ৷

২. দেখে নিন কারা পাবেন এই যোজনার সুবিধা-

পিএম কিষান সম্মান নিধির (PM kisan Samman Nidhi) যোজনার লাভ কেবল সেই কৃষকরাই পাবেন যাঁদের কাছে ২ হেক্টর অথার্ৎ ৫ একর চাষ যোগ্য জমি রয়েছে ৷ কেউ যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকেন তাহলে এই সুবিধা পাবেন না ৷ এই যোজনার সুবিধা পাবেন না ডাক্তার, উকিল বা সিএ ৷

advertisement

৩. এই ভুল করলে আটকে যাবে টাকা -

অনেক সময় সরকারের তরফে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হয় কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয় না ৷ এর সবচেয়ে বড় কারণ হল ভুল আধার ও অ্যাকাউন্ট নম্বর দেওয়া ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/bank-holidays-october-banks-to-remain-closed-for-21-days-in-the-month-of-october-dc-664573.html

৪. যোজনার লাভ নেওয়ার জন্য নিজের নামে চাষের জমি থাকতে হবে- 

advertisement

পিএম কিষান যোজনার লাভ কেবল সেই কৃষকরাই পাবেন যাঁদের নামে চাষের জমি রয়েছে ৷ বাবা, দাদু বা অন্যান্য সদস্যের নামে জমি থাকলে এই সুবিধা মিলবে না ৷

৫. পিএম কিষান যোজনার জন্য অনলাইন রেজিস্ট্রেশন -

এই স্কিমের জন্য রেজিস্ট্রেশন করানোর প্রক্রিয়া বেশ সহজ ৷ বাড়িতে বসে অনলাইনে পুরো প্রক্রিয়া সহজেই করতে পারবেন ৷ এছাড়া পঞ্চায়েত সচিব, কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ৷ আপনি নিজেও এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/diesel-price-hiked-but-petrol-price-remain-unchanged-on-26th-september-dc-664555.html

৬. লিস্টে এই ভাবে চেক করুন নিজের নাম -

আবেদনের জন্য সবার প্রথম যোজনার ওয়েবসাইট https://pmkisan.gov.in ভিজিট করতে হবে ৷ হোমপেজে Farmers Corner এর অপশন দেখা যাবে ৷ Farmers Corner সেকশনের ভিতরে Beneficiaries List অপশনে ক্লিক করতে হবে ৷ এরপর ড্রপডাউন লিস্ট থেকে রাজ্যের নাম, জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে ৷

৭. পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইট -

আপনার আবেদনপত্রে নাম ভুল থাকলে অর্থাৎ অ্যাপ্লিকেশন ও আধারে নাম আলাদা আলাদা থাকলে PM Kisan Scheme এর ওয়েবসাইটে গিয়ে (https://pmkisan.gov.in/) অনালাইনে ঠিক করতে পারবেন ৷

৮. টাকা ক্রেডিট না হলে এখানে অভিযোগ জানাতে পারবেন- 

যোজনার টাকা ক্রেডিট না হলে কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে ৷ এছাড়া হেল্পলাইন নম্বরে ফোন করেও অভিযোগ জানাতে পারবেন ৷ সোমবার থেকে শুক্রবার পিএম কিষান হেল্প ডেস্কের (PM KISAN Help Desk)ই-মেল pmkisan ict@gov.in এ যোগাযোগ করতে পারবেন ৷ এছাড়া 011 23381092 (Direct HelpLine) নম্বরে ফোন করেও অভিযোগ জানাতে পারবেন ৷

৯. হেল্পডেস্কের মাধ্যমে ভুল সংশোধন করতে পারবেন -

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৃষকদের সমস্যা সমাধানের জন্য পোর্টালে একটি হেল্পডেস্কের অপশন দেওয়া হয়েছে ৷ এই সাইটে যাওয়ার জন্য কৃষকরা আধার নম্বরের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ Helpdesk এ ক্লিক করার পর আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল নম্বর এন্টার করার পর যা ভুল রয়েছে সেটি সংশোধন করতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে ২০০০ টাকা, যোজনা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে এখানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল