Bank Holidays: শীঘ্রই সেরে ফেলুন ব্যাঙ্কের জরুরি কাজ, অক্টোবর মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

Last Updated:

দেখে নিন অক্টোবর মাসে ছুটির পুরো লিস্ট (Bank Holidays October)

#নয়াদিল্লি: অক্টোবর অথার্ৎ মাস আসতে আর মাত্র হাত গোনা কয়েকদিন বাকি ৷ দুর্গা পুজো, নবরাত্রী-সহ একাধিক উৎসহ রয়েছে আগামী মাসে ৷ এর জেরেই অক্টোবর মাসে মোট ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays October) ৷ এমনকি বেশ কিছুদিন লাগাতার ছুটি থাকবে ব্যাঙ্ক ৷ তাই আপনার যদি ব্যাঙ্কের কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে ছুটি লিস্ট দেখে শীঘ্রই সেরে রাখুন কাজগুলি ৷
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি অক্টোবর মাসের ছুটির লিস্টে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ গোটা মাসজুড়ে একের পর এক উৎসব রয়েছে ৷ তবে ২১ দিনের মধ্যে সাপ্তাহিক ছুটিও সামিল রয়েছে ৷ আরবিআই-এর গাইডলাইন অনুযায়ী, রবিবার ছাড়া দ্বিতীয় ও তৃতীয় শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
advertisement
advertisement
লাগাতার ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays October)
ব্যাঙ্কর ছুটির লিস্ট রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা হয়ে থাকে ৷ সেই লিস্ট অনুযায়ী, ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ সাধারনত বিভিন্ন রাজ্য বা এলাকার গুরুত্বপূর্ণ দিন ও উৎসব উপলক্ষ্যে ছুটি ঠিক করা হয় ৷ সেই কারনেই বিভিন্ন শহর বা রাজ্যে আলাদা আলাদা ছুটি হয় ব্যাঙ্কের ৷ বেশ কিছু জায়গায় আগামী মাসে ব্যাঙ্ক লাগাতার ৫দিন বন্ধ থাকবে ৷
advertisement
এই দিনগুলি বন্ধ থাকবে ব্যাঙ্ক
RBI-র ছুটির লিস্ট অনুযায়ী, ২ অক্টোবর গান্ধি জয়ন্তী উপলক্ষ্যে গোটা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ৩ অক্টোবর রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ এরপর ৬ অক্টোবর আগরতলা, বেঙ্গালুরু ও কলকাতায় মহালয় উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ মহাসপ্তমী, মহাঅষ্টমী ও দশমী উপলক্ষ্যে ছুটি থাকবে ব্যাঙ্ক কর্মীদের ৷
advertisement
দেখে নিন ছুটির পুরো লিস্ট (Bank Holidays October)
>> ১ অক্টোবর- গ্যাংটকে অর্ধ বার্ষিক ব্যাঙ্ক ক্লোজিং অ্যাকাউন্টের জন্য কাজ প্রভাবিত হবে
>> ২ অক্টোবর- মহাত্মা গান্ধি জয়ন্তী (সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ)
>> ৩ অক্টোবর- রবিবার
>> ৬ অক্টোবর- মহালয়া (আগরতলা, বেঙ্গালুরু ও কলকাতায় বন্ধ থাকবে ব্যাঙ্ক)
>> ৭ অক্টোবর- ইম্ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক
advertisement
>> ৯ অক্টোবর- শনিবার (মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে )
>> ১০ অক্টোবর- রবিবার
>> ১২ অক্টোবর- দুর্গা পুজো (মহাসপ্তমী) আগরতলা ও কলকাতায় ব্যাঙ্ক বন্ধ
>> ১৩ অক্টোবর - দুর্গা পুজো (মহাঅষ্টমী) আগরতলা, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পটনা ও রাঁচিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
>> ১৪ অক্টোবর- দুর্গাপুজো (মহানবমী ও আয়ুথ পুজো) আগরতলা, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পটনা,রাঁচি, চেন্নাই, কানপুর, কোচি, লখনউ, শিলং ও তিরুঅনন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক
advertisement
>> ১৫ অক্টোবর- দুর্গাপুজো (বিজয়া দশমী, দশেরা )ইম্ফল ও সিমলা ছাড়া সমস্ত রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক
>> ১৬ অক্টোবর - গ্যাংটকে বন্ধ ব্যাঙ্ক
>> ১৭ অক্টোবর- রবিবার
>> ১৮ অক্টোবর- কটি বিহু গুয়াহাটিতে বন্ধ ব্যাঙ্ক
>> ১৯ অক্টোবর- ইদ-এ-মিলাদ আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মু্ম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর ও তিরুঅন্ততপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক
advertisement
>> ২০ অক্টোবর- মহর্ষি বাল্মিকির জন্মদিন, লক্ষ্মী পুজো, ইদ-এ মিলাদ- আগরতলা, বেঙ্গালুরু, চন্ডীগড়, সিমলা ও কলকাতায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
>> ২২ অক্টোবর- জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
>> ২৩ অক্টোবর- শনিবার
>> ২৪ অক্টোবর- রবিবার
>> ২৬ অক্টোবর- জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
>> ৩১ অক্টোবর রবিবার
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays: শীঘ্রই সেরে ফেলুন ব্যাঙ্কের জরুরি কাজ, অক্টোবর মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement