Bank Holidays: শীঘ্রই সেরে ফেলুন ব্যাঙ্কের জরুরি কাজ, অক্টোবর মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন অক্টোবর মাসে ছুটির পুরো লিস্ট (Bank Holidays October)
#নয়াদিল্লি: অক্টোবর অথার্ৎ মাস আসতে আর মাত্র হাত গোনা কয়েকদিন বাকি ৷ দুর্গা পুজো, নবরাত্রী-সহ একাধিক উৎসহ রয়েছে আগামী মাসে ৷ এর জেরেই অক্টোবর মাসে মোট ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays October) ৷ এমনকি বেশ কিছুদিন লাগাতার ছুটি থাকবে ব্যাঙ্ক ৷ তাই আপনার যদি ব্যাঙ্কের কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে ছুটি লিস্ট দেখে শীঘ্রই সেরে রাখুন কাজগুলি ৷
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি অক্টোবর মাসের ছুটির লিস্টে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ গোটা মাসজুড়ে একের পর এক উৎসব রয়েছে ৷ তবে ২১ দিনের মধ্যে সাপ্তাহিক ছুটিও সামিল রয়েছে ৷ আরবিআই-এর গাইডলাইন অনুযায়ী, রবিবার ছাড়া দ্বিতীয় ও তৃতীয় শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
advertisement
advertisement
লাগাতার ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays October)
ব্যাঙ্কর ছুটির লিস্ট রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা হয়ে থাকে ৷ সেই লিস্ট অনুযায়ী, ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ সাধারনত বিভিন্ন রাজ্য বা এলাকার গুরুত্বপূর্ণ দিন ও উৎসব উপলক্ষ্যে ছুটি ঠিক করা হয় ৷ সেই কারনেই বিভিন্ন শহর বা রাজ্যে আলাদা আলাদা ছুটি হয় ব্যাঙ্কের ৷ বেশ কিছু জায়গায় আগামী মাসে ব্যাঙ্ক লাগাতার ৫দিন বন্ধ থাকবে ৷
advertisement
এই দিনগুলি বন্ধ থাকবে ব্যাঙ্ক
RBI-র ছুটির লিস্ট অনুযায়ী, ২ অক্টোবর গান্ধি জয়ন্তী উপলক্ষ্যে গোটা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ৩ অক্টোবর রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ এরপর ৬ অক্টোবর আগরতলা, বেঙ্গালুরু ও কলকাতায় মহালয় উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ মহাসপ্তমী, মহাঅষ্টমী ও দশমী উপলক্ষ্যে ছুটি থাকবে ব্যাঙ্ক কর্মীদের ৷
advertisement
দেখে নিন ছুটির পুরো লিস্ট (Bank Holidays October)
>> ১ অক্টোবর- গ্যাংটকে অর্ধ বার্ষিক ব্যাঙ্ক ক্লোজিং অ্যাকাউন্টের জন্য কাজ প্রভাবিত হবে
>> ২ অক্টোবর- মহাত্মা গান্ধি জয়ন্তী (সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ)
>> ৩ অক্টোবর- রবিবার
>> ৬ অক্টোবর- মহালয়া (আগরতলা, বেঙ্গালুরু ও কলকাতায় বন্ধ থাকবে ব্যাঙ্ক)
>> ৭ অক্টোবর- ইম্ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক
advertisement
>> ৯ অক্টোবর- শনিবার (মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে )
>> ১০ অক্টোবর- রবিবার
>> ১২ অক্টোবর- দুর্গা পুজো (মহাসপ্তমী) আগরতলা ও কলকাতায় ব্যাঙ্ক বন্ধ
>> ১৩ অক্টোবর - দুর্গা পুজো (মহাঅষ্টমী) আগরতলা, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পটনা ও রাঁচিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
>> ১৪ অক্টোবর- দুর্গাপুজো (মহানবমী ও আয়ুথ পুজো) আগরতলা, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পটনা,রাঁচি, চেন্নাই, কানপুর, কোচি, লখনউ, শিলং ও তিরুঅনন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক
advertisement
>> ১৫ অক্টোবর- দুর্গাপুজো (বিজয়া দশমী, দশেরা )ইম্ফল ও সিমলা ছাড়া সমস্ত রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক
>> ১৬ অক্টোবর - গ্যাংটকে বন্ধ ব্যাঙ্ক
>> ১৭ অক্টোবর- রবিবার
>> ১৮ অক্টোবর- কটি বিহু গুয়াহাটিতে বন্ধ ব্যাঙ্ক
>> ১৯ অক্টোবর- ইদ-এ-মিলাদ আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মু্ম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর ও তিরুঅন্ততপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক
advertisement
>> ২০ অক্টোবর- মহর্ষি বাল্মিকির জন্মদিন, লক্ষ্মী পুজো, ইদ-এ মিলাদ- আগরতলা, বেঙ্গালুরু, চন্ডীগড়, সিমলা ও কলকাতায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
>> ২২ অক্টোবর- জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
>> ২৩ অক্টোবর- শনিবার
>> ২৪ অক্টোবর- রবিবার
>> ২৬ অক্টোবর- জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
>> ৩১ অক্টোবর রবিবার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2021 10:41 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays: শীঘ্রই সেরে ফেলুন ব্যাঙ্কের জরুরি কাজ, অক্টোবর মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক