আরও পড়ুন: SBI-এর গ্রাহকদের জন্য সুখবর, কম সুদে পাওয়া যাচ্ছে হোম টপ আপ লোন!
১ সপ্তাহে ৯ শতাংশ বেশি:
রাধে ডেভলপার্সের শেয়ারের দাম বিগত ১ সপ্তাহে ৩০৯.৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৩৮ টাকা। এখনও পর্যন্ত রাধে ডেভলপার্সের শেয়ার প্রায় ৯ শতাংশ হারে বেড়েছে। বিগত ১ মাসে মাল্টিব্যাগার পেনি স্টক রাধে ডেভলপার্সের শেয়ার ১৯০ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ৩৩৮ টাকায়।
advertisement
আরও পড়ুন: এই ৫টি স্মল ফাইনান্স ব্যাঙ্কের সুদের হার টেক্কা দেবে অন্যান্য বড় বড় ব্যাঙ্ককেও!
৬ মাসে ১ লাখ টাকা হয়েছে ৩২ লাখ টাকার বেশি:
এখনও পর্যন্ত এই মাল্টিব্যাগার পেনি স্টক রাধে ডেভলপার্সের শেয়ার প্রায় ৭৭ শতাংশ হারে বেড়েছে। বিগত ৬ মাসে এই মাল্টিব্যাগার পেনি স্টক রাধে ডেভলপার্সের শেয়ার ১০.৪০ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ৩৩৮ টাকায়। এখনও পর্যন্ত এই মাল্টিব্যাগার পেনি স্টক রাধে ডেভলপার্সের শেয়ার প্রায় ৩,১৫০ শতাংশ হারে বেড়েছে।
১ লক্ষ টাকা হয়েছে ৩২ লক্ষ টাকার বেশি:
এই মাল্টিব্যাগার পেনি স্টক রাধে ডেভলপার্সের শেয়ারে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা পেয়েছে ভাল রিটার্ন। এই মাল্টিব্যাগার পেনি স্টক রাধে ডেভলপার্সের শেয়ারে কেউ যদি ১ সপ্তাহ আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তা হলে বর্তমানে তিনি ১.০৯ লক্ষ টাকা রিটার্ন পাবেন। একই রকম ভাবে এই মাল্টিব্যাগার পেনি স্টক রাধে ডেভলপার্সের শেয়ারে কেউ যদি ১ মাস আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তা হলে বর্তমানে তিনি ১.৭৭ লক্ষ টাকা রিটার্ন পাবেন। এই মাল্টিব্যাগার পেনি স্টক রাধে ডেভলপার্সের শেয়ারে কেউ যদি ৬ মাস আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তা হলে বর্তমানে তিনি ৩২.৫০ লক্ষ টাকা রিটার্ন পাবেন।
আরও পড়ুন: Tata Motors গ্রাহকদের জন্য বড়সড় ধাক্কা! বেড়ে যাচ্ছে জনপ্রিয় SUV গাড়ির দাম
বর্তমানে রাধে ডেভলপার্সের শেয়ারের মতো অন্যান্য মাল্টিব্যাগার পেনি স্টকে বিনিয়োগ করলেও ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে সেই স্টক সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার। যে স্টকে বিনিয়োগ করতে চান, তার শেয়ার বাজারের রেকর্ড সংক্রান্ত বিষয়েও ভালো করে জেনে তবেই বিনিয়োগ করা শুরু করতে হবে। তা হলেই পাওয়া যেতে পারে ভাল রিটার্ন।