ভোটের আগে প্রার্থীর দল বদল। সিপিএম ছেড়ে বিজেপিতে গেলে নলহাটি বিধানসভার বড়লা গ্রামের সিপিআইএম পঞ্চায়েত প্রার্থী ময়না মণ্ডল সরকার। বুধবার রাতে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার হাত ধরে ময়না সহ ৫৫ টি পরিবার পদ্ম শিবিরে যোগদান করেন।
বীরভূম: ভোটের মুখে প্রার্থীর দল বদল! সিপিএম ছেড়ে বিজেপিতে গেলেন নলহাটি বিধানসভার বড়লা গ্রামের সিপিআইএম পঞ্চায়েত প্রার্থী ময়না মণ্ডল সরকার। বুধবার রাতে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার হাত ধরে ময়না সহ ৫৫টি পরিবার যোগ দিল পদ্ম শিবিরে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে তিনি প্রচার করবেন বলে জানান ধ্রুব সাহা।
advertisement
বিজেপি দলীয় সূত্রে জানা গিয়েছে, নলহাটি বিধানসভার বড়লা গ্রামের সিপিআইএম পঞ্চায়েত প্রার্থী ময়না মণ্ডল সরকার। কিন্তু এদিন রাতে তিনি বিজেপিতে যোগদান করেছেন। কিন্তু ভোটের ঠিক দু’দিন আগে প্রার্থী দল বদল করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিভ্রান্ত ভোটাররাও৷
বিজেপির দাবি, গেরুয়া শিবিরের নীতি আর্দশের জন্য ময়নাদেবী গেরুয়া শিবিরে যোগদান করেছেন। পাশাপাশি, তাঁর এলাকার বিজেপি প্রার্থীর হয়ে তিনি প্রচার করবেন৷ তবে ঠিক ভোটের আগে প্রার্থীর দলবদলে বিপাকে পড়েছে সিপিএম। ধ্রুব সাহা বলেন, “ময়না সহ প্রায় ১৫০ জন এদিন বিজেপিতে যোগদান করেছেন।”