বিশ্বভারতীর কলাভবনের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র সুমন। তিনি বাঁকুড়া জেলার বাসিন্দা। পরীক্ষার জন্য যখন প্রত্যেক ছাত্র নিজ নিজ শিল্পকর্ম প্রস্তুতে ব্যস্ত৷ তখন সুমনের মাথায় আসে এক অভিনব ভাবনা। শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা থেকে পদ্ম পুকুরের ছবি তিনি মোবাইলের লেন্সবন্দি করে আনেন৷ পরে সঙ্গীত-কলাভবনের ছাদটাকেই নিজের শিল্প কর্মের প্রদর্শন করেন শিক্ষানবিশ ওই শিল্পী।
advertisement
আরও পড়ুন:
যা দেখে অনেকে বলছেন, এটি যে ছবি উঁচু জায়গা থেকে দেখে তা বোঝার উপায় নেই ৷ তাঁর এই শিল্পকর্ম স্যোসাল নেটওয়ার্ক সাইটে প্রচুর প্রশংসা কুড়াচ্ছে। সুমন জানান, প্রায় ১০ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে সে এই পদ্ম পুকুর বানিয়েছে। এক্রেলিক ও ওয়েদার কোট রঙ ব্যবহার করা হয়েছে। প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে কৃত্রিম পদ্মপুকুরের জন্য৷ পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জায়গায় শিল্পকলার কাজ করে উপার্জিত অর্থ সঞ্চয় করেই সে এই নজরকাড়া পুকুরটি বানিয়েছে৷
Subhadip Pal