ওই শিশু কন্যাটি বীরভূমের নলহাটি থানার অন্তর্ভুক্ত অশোক পল্লীর বাসিন্দা। নলহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড অশোকপল্লীর বাসিন্দা সুদীপ্ত মণ্ডল জানান তাঁর শিশু কন্যা সমর্পিতা মণ্ডল মাত্র দেড় বছর বয়সেই কথা বলতে শুরু করে।
তখন থেকেই সমর্পিতার মা এবং তিনি ধীরে ধীরে তাদের শিশুকন্যাকে সরস্বতী মন্ত্র থেকে শুরু করে গুরু মন্ত্র শেখাতে শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই সে সমস্ত কিছুই রপ্ত করে নেয়।
advertisement
আরও পড়ুন: কনকনে ঠান্ডাতেও গরম জলাশয়ের জল! ঘুরে দেখার মনোরম জায়গা এই বাংলার কোলেই
২০২১ সালে ২ মে নলাটিতে জন্ম হয় সমর্পিতার। তার জন্ম সাল অনুযায়ী বর্তমানে তার বয়স দু’বছরের কিছু বেশি।আর এই বয়সেই ওই শিশু কন্যার মুখে শোনা যায় সরস্বতী মন্ত্র কৃষ্ণ মন্ত্র-সহ বিভিন্ন সংস্কৃত ভাষার মন্ত্র। এছাড়াও তার মুখস্থ রয়েছে ইংরেজি এবং বাংলাতে বিভিন্ন ছড়া। এই দেখে তাক লেগেছে এলাকাবাসীর। বাবা মাও তার প্রতিভা দেখে অনলাইনে আবেদন করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করানের জন্য।
এক কথায় সমর্পিতার এই প্রতিভা দেখে মুগ্ধ হয়েছে নেট দুনিয়া থেকে শুরু করে এলাকাবাসী এবং আত্মীয় পরিবার স্বজনেরা। ইতিমধ্যেই এই বিস্ময় বালিকার জনপ্রিয় হয়ে উঠেছে পাড়া-প্রতিবেশি ও পরিচিতদের কাছে তার এই অবিশ্বাস্য প্রতিভার জন্য।
সৌভিক রায়