পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে রামপুরহাট থানার খোরুণ গ্রাম লাগোয়া একটি পুকুরে মাঝ বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি নিয়েই নানান রসস্য দানা বেঁধেছিল। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম জলপা টুডু। তিনি খোরুণ গ্রামেরই বাসিন্দা।
আরও পড়ুন: নতুন খোলা মুখ খনির উদ্বোধন! জমি হারানো পরিবার অবস্থা জানলে চোখে জল আসবে
advertisement
মৃতের পরিবারের অভিযোগ, সোমবার আনুমানিক রাত ন’টা নাগাদ মল্লারপুর স্টেশন যাব বলে টোটো বুক করেন অচিন্ত বায়েন নামে এক ব্যক্তি। সেই মত ওই দিন রাত ১২ নাগাদ টোটো নিয়ে যায় জলপা।
তারপর আর বাড়ি ফেরেননি ওই ব্যক্তি। এরপর মঙ্গলবার দুপুরে তাঁর মৃতদেহটি উদ্ধার করা হয়।মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন থাকে। এরপরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
আরও পড়ুন: বাংলায় কী মারাত্মক পরিস্থিতি হতে চলেছে, জানেন! হাওয়া অফিসের ভয়ানক পূর্বাভাস
পুলিশ সূত্রে জানা যায়, নলহাটি থানার তেঝাঁটি এলাকায় টোটো বিক্রি করতে যায় অচিন্ত বায়েন সহ ৩ ব্যক্তি। দোকানদারের সন্দেহের কারণে নলহাটি থানার পুলিশকে খবর দেয় ,তারপর নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করে টোটো টি বাজেয়াপ্ত করে । পরবর্তীতে অচিন্ত বাইনকে গ্রেফতার করে পুলিশ। বাকি দু’জনকে আটক করা হয়। ঘটনার প্রেক্ষিতে মৃতের স্ত্রী প্রতিমা টুডু লিখিত অভিযোগ করেছেন।
শুভদীপ পাল