গত দু'বছর ধরে করোনা অতিমারির কারণে এই পার্ক বন্ধ ছিল। তার কারণে বহু জিনিসপত্র ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। তবে নতুন বছরের আগেই সাজিয়ে তোলা হচ্ছে দুবরাজপুরের সেই পাহাড়েশ্বর পার্ক। দুবরাজপুর পৌরসভা এই পার্ক দেখাশোনা করে। এই পার্কে যে সব খেলনা-সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলি মেরামতি করার কাজ চলছে জোর কদমে। পাশাপাশি বিভিন্ন খেলনা, স্ট্যাচুতে রং করার কাজ চলছে। এছাড়াও বাচ্চাদের জন্য বেশ কিছু নতুন খেলনা বসানো হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বন্দে ভারত-কে স্বাগত জানাতে প্রস্তুত এনজেপি! বিশ্ব মানের স্টেশনের ভিত স্থাপন
আরও পড়ুনঃ বাধা দিচ্ছেন দোকানদারেরা, সমুদ্রে নামতে না পেরে হতাশ পর্যটকরা, কোথায় এমন ঘটনা?
শুধু তাই নয়, যে টয়ট্রেনটি দীর্ঘদিন খারাপ হয়ে পড়েছিল তাও মেরামতি করা হচ্ছে। নতুন বছরের আগেই তা চালু হয়ে যাবে। চলছে রেল লাইনের নীচে নতুন কাঠ লাগানোর কাজ। এছাড়াও এই পার্কটি পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলারও কাজ চলছে।
জানা গিয়েছে, ছ'থেকে সাত লক্ষ টাকা খরচ করে নতুন করে সাজানো হচ্ছে পার্কটি। নতুন করে সাজিয়ো তোলা পার্কটি নিয়ে দুবরাজপুর পৌরসভা আশাবাদী।
মাধব দাস