সম্প্রতি এই প্রশ্ন জাগতে শুরু করেছে তারাপীঠ মন্দির কমিটির সদস্যদের বক্তব্যকে ঘিরে। এই প্রশ্ন জাগতে শুরু করার পাশাপাশি এবার তারাপীঠে অনলাইনে পুজো কঠোরভাবে নিষিদ্ধ করা হল তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে। সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং ওয়েবসাইট খুলে এই ধরনের ব্যবসা চালানো হচ্ছে বলে অভিযোগ মন্দির কমিটির সদস্যদের এবং তারাপীঠ মন্দিরের সেবায়েতদের। এরই পরিপ্রেক্ষিতে তারা অনলাইনে পুজো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করলেন।
advertisement
তারাপীঠে তারা মায়ের অনলাইনে পুজো দেওয়ার ক্ষেত্রে যেভাবে প্রচলন শুরু হয়েছে তাতে দেখা যাচ্ছে, কৌশিকী অমাবস্যায় পুজো দেওয়ার জন্য ২০ হাজার ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে ৫০১ টাকা, ১০০১ টাকা, ৩১০০ টাকা ইত্যাদি নানা ধরনের পুজোর ভাগ। কিন্তু এই সমস্ত অনলাইন পুজো একপ্রকার অবৈধ বলেই ঘোষণা করেছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় এবং সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায়। তারা এটাও দাবি করেছেন, এইভাবে পুণ্যার্থীদের প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে।
তাদের দুজনের কথা অনুযায়ী, কিছু অসাধু চক্র অনলাইনে পুজো দেওয়ার নামে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে পুণ্যার্থীদের প্রতারণা করছে। এর পরিপ্রেক্ষিতে পুণ্যার্থীদের সতর্ক করার পাশাপাশি বিনীত অনুরোধ করেছেন, এই ধরনের প্রতারণায় যেন কেউ পা না দেন। কেউ যদি দূর-দূরান্ত থেকে পুজো দিতে চান তাহলে নিজেদের পরিচিত সেবায়তদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
Madhab Das