পুণ্যার্থীদের যাতে কোনও রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য ৩৫০-৪০০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। এ ছাড়াও থাকছে পর্যাপ্ত আলো, চিকিৎসা ব্যবস্থা, ওয়াচ টাওয়ার, পর্যাপ্ত জলের ব্যবস্থা ইত্যাদি। পাশাপাশি এ বছর কৌশিকী অমাবস্যায় তারা মায়ের পুজো এবং অঞ্জলি থেকে শুরু করে সন্ধ্যা আরতি দেখার জন্য লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। ১২ ফুট বাই ১২ ফুটের এই জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে পুণ্যার্থীদের জন্য।
advertisement
আরও পড়ুনঃ বীরভূমে এ বারে অবৈধ টোল প্লাজা! কত ছিল গাড়ি পিছু টাকা? সিবিআইয়ের চক্ষু চড়কগাছ
পাশাপাশি প্রশাসনিকভাবে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তারাপীঠ মন্দির চত্বর এবং তারাপীঠ এলাকায়। যাতে করে কোথাও কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৈরি করা হয়েছে পুলিশি ব্যারিকেড। এর পাশাপাশি পুণ্যার্থীদের সহযোগিতার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করার ব্যবস্থা করা হয়েছে।
গত দু'বছর ধরে করোনা পরিস্থিতির কারণে সেইভাবে পুণ্যার্থীদের সমাগম না ঘটায় ভাঁটা পড়েছিল তারাপীঠের সব রকম ব্যবসায়ীদের ব্যবসায়। কারণ এখানকার ব্যবসায়ীরা প্রতিবছর কৌশিকি অমাবস্যার দিকে তাকিয়ে থাকেন। সেই জায়গায় এই বছর মন্দিরে আগের মতোই ভিড় হবে এমন আশা করে তারাও ভাল মুনাফার দিকে তাকিয়ে রয়েছেন।
Madhab Das