তারাপীঠ মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত বামাখ্যাপার আদি বাড়ি। দর্শন করেন বামাখ্যাপার জন্মভিটে। সেই জন্মভিটে দর্শনের পর দর্শনার্থীরা সেখানকার মাটি নিয়ে বাড়ি ফেরেন।
তবে কেন এই মাটি পবিত্র, কেনই বা সেই মাটি দর্শনার্থীরা নিয়ে যান এ প্রসঙ্গে বামাখ্যাপার মন্দিরের এক পুরোহিত শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায় জানান ‘‘ সাধক বামাখ্যাপা বহু সাধনার পর কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে মা তারার আবির্ভাব পান। বামাখ্যাপা এত বড় মহাসাধক পৃথিবীর শ্রেষ্ঠ তান্ত্রিক, তাঁর জন্মভিটের মাটি নিয়ে কোনও মনস্কামনা করলে সে মনস্কামনা পূর্ণ হয়,সেই জন্য দর্শনার্থীরা এই ভিটের মাটি নিয়ে যান। এ ছাড়াও তারাপীঠ মহাশ্মশান যেখানে সাধক বামাখ্যাপা তন্ত্রসাধনা করতেন, সেই পবিত্র স্থানের মৃত্তিকা ও যজ্ঞের আহুতি নিয়ে গেলে অসাধ্য সাধন লাভ হয় বলে মনে করা হয়।’’
advertisement