১৩১৮০ সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস ট্রেন : নতুন সূচি অনুযায়ী এখন এই ট্রেনটি সিউড়ি থেকে ছাড়বে ভোর ৫:১০ মিনিটে। দুবরাজপুর স্টেশন পৌঁছাবে ৫:২৫ মিনিটে। অন্যান্য রেলস্টেশন গুলিতে শিয়ালদা যাওয়ার পথে যে সময়সূচী দেওয়া হয়েছে তা হল পাণ্ডবেশ্বর ৫:৪০, অন্ডাল ৬:১২, দুর্গাপুর ৬:২৯, পানাগড় ৬:৪৩, বর্ধমান ৭.২৮, ব্যান্ডেল ৮:৩০, নৈহাটি ৮:৫২ এবং শিয়ালদা ১০:০৫। আগে এই ট্রেনটি সিউড়ি থেকে ছাড়তো ভোর ৫:২০ মিনিটে।
advertisement
আরও পড়ুনঃ তারাপীঠে কুমারী পূজো, ২০০ কুইন্টাল বেল কাঠ দিয়ে মহাযজ্ঞ
১৩১৭৯ শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস ট্রেন : শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে বিকাল ৫:১৫ মিনিটে। নৈহাটি এসে পৌঁছাবে সন্ধ্যা ৬:০৬ মিনিটে। পরবর্তী রেল স্টেশনগুলিতে ট্রেনটি পৌঁছানোর সময় হল ব্যান্ডেল সন্ধ্যা ৬:৩২, বর্ধমান সন্ধ্যা ৭ঃ৩৩, পানাগর রাত ৮:২৫, দুর্গাপুর রাত ৮:৩৭, অন্ডাল রাত ৯:০৩, পাণ্ডবেশ্বর রাত ৯:৩১, দুবরাজপুর রাত ৯:৪৬ মিনিট এবং সিউড়ি এসে পৌঁছাবে রাত ১০:১৫ মিনিটে। শিয়ালদা থেকে সিউড়ির উদ্দেশ্যে ট্রেনটি ছাড়তো বিকাল ৫:২৫ মিনিটে।
Madhab Das