TRENDING:

Durga Puja 2022 II মা মনসার পুজো দিয়েই শুরু হয় সিউড়ির এই বনেদি বাড়ির দুর্গা পুজো

Last Updated:

দশভূজা দেবী দুর্গার পুজোর রীতিনীতিতে অধিকাংশ জায়গায় একই নিয়ম থাকলেও সিউড়ির এক বনেদি বাড়ির দুর্গাপূজো শুরু হয় মনসা পুজোর মধ্য দিয়েই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : দশভূজা দেবী দুর্গার পুজোর রীতিনীতিতে অধিকাংশ জায়গায় একই নিয়ম থাকলেও সিউড়ির এক বনেদি বাড়ির দুর্গাপূজো শুরু হয় মনসা পুজোর মধ্য দিয়েই। সিউড়ির এই বনেদি বাড়ির পুজো হল বসাক বাড়ির পুজো। এই পুজো ঠিক কত বছরের পুরাতন অথবা কে এই পুজোর প্রচলন করেছিলেন তা পরিবারের সদস্যরা জানেন না। পুজো প্রথম শুরু হয়েছিল বাংলাদেশে। পরে সেখান থেকে ১৩৬৬ বঙ্গাব্দে ঘট এনে সিউড়ির এই বসাক বাড়িতে প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকেই পুজো হয়ে আসছে এই বসাক বাড়িতে। বসাক বাড়ির এই পুজো শুরু হয় মহা পঞ্চমীর দিন থেকেই।
advertisement

ঐদিন মা মনসার ঘট প্রতিষ্ঠা করা হয় এবং বাড়ির প্রতিটি সদস্য মহানবমীর দিন পর্যন্ত নিরামিষ খাবার খেয়ে থাকেন। এই পূজো করা হয়ে থাকে বৈষ্ণব মতে। এখানে বলি প্রথা নেই। একসময় এখানে মৃন্ময়ী মূর্তির পুজো হয়ে থাকলেও ২০১৭ সালে নবদ্বীপ থেকে আনা হয় পিতলের মূর্তি এবং তারপর থেকেই সেই পিতলের মূর্তি পূজিত হয়ে আসছেন। মৃন্ময়ী মূর্তির পরিবর্তে পিতলের মূর্তিতে পুজো করার কারণ রয়েছে বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা।

advertisement

আরও পড়ুনঃ নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার পাশের বাড়ির ছাদে! আগুন জ্বলছে এলাকায়

তাদের দাবি মৃন্ময়ী মূর্তি দিয়ে পুজো করার পর অজ্ঞাত কারণে মূর্তির ওজন এতটাই বেড়ে যেত যে সাধারণ মানুষেরা তা বেদী থেকে নামাতে পারতেন না। আদিবাসী মানুষদের দিয়েই সেই মূর্তি নামানো হত। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে এখন আর সেই ভাবে আদিবাসী মানুষদের পাওয়া যায় না। এরপরই তারা সিদ্ধান্ত নেন মৃন্ময়ী মূর্তির পরিবর্তে পিতলের মূর্তি দিয়ে পুজো করার।

advertisement

View More

আরও পড়ুনঃ একই দিনে সিউড়িতে তিন যুবকের রহস্য মৃত্যু! উত্তপ্ত সিউড়ি থানা এলাকা

পরিবারের সদস্যদের থেকে জানা গিয়েছে, বাংলাদেশে যেভাবে মন্দির এবং তার সামনে নাটশালা ছিল সেই ভাবেই এখানেও সবকিছু তৈরি করা হয়েছে। এছাড়াও বাংলাদেশে যে সকল রীতিনীতি মেনে পুজো করা হত সেই একই রীতিনীতি এখানেও পুজো করা হয়। যদিও এই পূজোয় এখন আর বাংলাদেশের কেউ আসেন না দেখা যায় না বলেই জানা যাচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Durga Puja 2022 II মা মনসার পুজো দিয়েই শুরু হয় সিউড়ির এই বনেদি বাড়ির দুর্গা পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল