Birbhum News: একই দিনে সিউড়িতে তিন যুবকের রহস্য মৃত্যু! উত্তপ্ত সিউড়ি থানা এলাকা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
একই দিনে বীরভূমের সিউড়িতে তিন যুবকের রহস্য মৃত্যুর ঘটনা ঘটল। মৃত তিনজনের মধ্যে দুজনের মৃতদেহ উদ্ধার হয় সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি সাঁইথিয়া বাইপাস এলাকায় এবং অন্যজনের মৃতদেহ উদ্ধার হয় সিউড়ি থানার অন্তর্গত সুভাষপল্লীতে।
#বীরভূম : একই দিনে বীরভূমের সিউড়িতে তিন যুবকের রহস্য মৃত্যুর ঘটনা ঘটল। মৃত তিনজনের মধ্যে দুজনের মৃতদেহ উদ্ধার হয় সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি সাঁইথিয়া বাইপাস এলাকায় এবং অন্যজনের মৃতদেহ উদ্ধার হয় সিউড়ি থানার অন্তর্গত সুভাষপল্লীতে। সিউড়ি সাঁইথিয়া বাইপাস এলাকায় যে দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে তারা সম্পর্কে দু'ভাই। মঙ্গলবার সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি সাঁইথিয়া রাস্তার বাইপাসের ল পুকুর পাড়ে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এই দুই যুবক সম্পর্কে দুই ভাই।
একজনের নাম ব্রহ্মদেব ধীবর (৩২) এবং অন্যজনের নাম দেবাদিদেব ধীবর (৩৪)। তাদের দুজনকে এদিন পুকুরের পাড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে সিউড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। তবে কীভাবে এই দুজনের মৃত্যু হল তা নিয়ে রহস্যদানা বাঁধতে শুরু করেছে। মৃতদেহের পাশে মদের গ্লাস এবং নেশা জাতীয় দ্রব্য পড়েছিল।
advertisement
আরও পড়ুনঃ বিস্কুট কিনতে গিয়ে বাড়ির সামনে থেকেই নিখোঁজ শিশু! ঘনাচ্ছে রহস্য
যে ঘটনার পরিপ্রেক্ষিতেই রহস্য দানা বাঁধতে শুরু করেছে। পুলিশ দুই যুবকের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।অন্যদিকে সিউড়ির সুভাষপল্লী থেকে মঙ্গলবার এক বেসরকারি সংস্থার কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত ওই কর্মীর নাম শেখর রায়। তার বাড়ি দুর্গাপুর বলে জানা যাচ্ছে। তিনি সিউড়িতে দীর্ঘদিন ধরে রয়েছেন। গত দুমাস আগে সুভাষপল্লীর এই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা শুরু করেন। অন্যান্য দিনের মতো সোমবার রাতে কাজকর্ম সেরে বাড়ি ফিরে আসেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কন্যাশ্রী ক্লাব, কী না করতে পারে! দেখুন বীরভূমের চিত্র
তবে মঙ্গলবার সকাল থেকে বাড়ির দরজা খুলছেন না দেখে তিনি যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির সদস্যরা জানলা দিয়ে দেখতে পান ঝুলন্ত অবস্থায় রয়েছে তার মৃত্যু দেহ। ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বাহিনীকে। তারা এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য।
advertisement
Madhab Das
Location :
First Published :
September 20, 2022 5:08 PM IST