Birbhum News: কন্যাশ্রী ক্লাব, কী না করতে পারে! দেখুন বীরভূমের চিত্র
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বাল্যবিবাহ আইন বিরুদ্ধ এবং অপরাধ। এই কথা প্রত্যেক মানুষ জানলেও অনেকেই বিভিন্ন কারণে তাদের কন্যা সন্তানদের বাল্যবিবাহ দিয়ে থাকেন।
#বীরভূম : বাল্যবিবাহ আইন বিরুদ্ধ এবং অপরাধ। এই কথা প্রত্যেক মানুষ জানলেও অনেকেই বিভিন্ন কারণে তাদের কন্যা সন্তানদের বাল্যবিবাহ দিয়ে থাকেন। এবার এই বাল্যবিবাহ রুখে দেওয়ার জন্য জেলায় জেলায় তৈরি হয়েছে কন্যাশ্রী ক্লাব। কন্যাশ্রী প্রাপ্ত স্কুল পড়ুয়াদের নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ব্লকে ব্লকে তৈরি করা হয়েছে এই ক্লাব এবং এই ক্লাবের মাধ্যমে খুব সহজে বাল্যবিবাহ রুখে দেওয়া সম্ভব হচ্ছে। এই ক্লাবের তরফ থেকে এই ধরনের বাল্যবিবাহের খবর পেলেই তারা সেখানেই ছুটে যাচ্ছে এবং তাদের বোঝানোর চেষ্টা চালাচ্ছেন।
সে ক্ষেত্রে যদি কোন সুরাহা না হয় তাহলে তারা চাইল্ড লাইন এবং প্রশাসনের সহযোগিতা নিচ্ছে। তবে এই যৌথ উদ্যোগে জেলায় এই মুহূর্তে ৭৫-৮০ শতাংশ বাল্যবিবাহ রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে চাইল্ড লাইন সূত্রে। এর পাশাপাশি এই কন্যাশ্রী ক্লাব এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছে বাল্যবিবাহ দেওয়ার ক্ষতিকারক দিকগুলি এবং বাল্যবিবাহ না দিয়ে কীভাবে কন্যাশ্রী প্রকল্পের সুবিধায় মিলতে পারে ইত্যাদি।
advertisement
advertisement
এই কন্যাশ্রী ক্লাবের সদস্যরা গ্রামের কোন জায়গায় বাল্যবিবাহের খবর পেলেই তারা প্রথমে নিজেদের প্রচেষ্টায় সেই বাল্যবিবাহ রুখে দেওয়ার চেষ্টা চালায়। তবে তা সম্ভব না হলে তারা প্রশাসনের দ্বারস্থ হন। এই ভাবেই বিপুল ছাড়া মিলছে বীরভূমের মতো প্রত্যন্ত জেলায়। আশা করা হচ্ছে কন্যাশ্রী এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে জেলায় বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে।
advertisement
আরও পড়ুনঃ রেলের আন্ডারপাসে এক গলা জল! চরম ভোগান্তি পাঁচ পঞ্চায়েতের বাসিন্দাদের
চাইল্ড লাইনের তরফ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ আটকানোর জন্য চার লাইন যেমন তাদের হেল্প লাইন থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা রেখেছে ঠিক তেমনি রাজ্য সরকার নানা ব্যবস্থা রেখেছে। সেই সকল ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এখন অনেকটাই বাল্যবিবাহ আটকানো সম্ভব হয়েছে।
advertisement
Madhab Das
Location :
First Published :
September 16, 2022 9:29 PM IST