আরও পড়ুন Malda News: আরবি খেজুর ফলছে উত্তরবঙ্গে, রইল লাভজনক এই চাষের হদিশ
ময়ূরাক্ষী এক্সপ্রেস, হুল এক্সপ্রেস আগামী ১৩ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল হওয়ার ঘোষণা থাকলেও বর্তমানে তা আরও বাড়ানো হয়েছে। এর পাশাপাশি চার দিনের জন্য বাতিল করা হয়েছে সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস। ১৩১৭৯ শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস : ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। ১৩১৮০ সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস: ১৪ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
advertisement
২২৩২২ হুল এক্সপ্রেস : ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
২২৩২১ হুল এক্সপ্রেস : ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
১৩০৪৬ ময়ূরাক্ষী এক্সপ্রেস : ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
১৩০৪৫ ময়ূরাক্ষী এক্সপ্রেস : ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
আরও পড়ুন West Burdwan News : কুকুর মারতে হাতে বন্দুক তুলে নিলেন বৃদ্ধ! তুলকালাম কাণ্ড , সিসিটিভি বন্দি ঘটনা!
এসবের পরিপ্রেক্ষিতে যাত্রীদের যাতে অসুবিধা না হয় তার জন্য সিউড়ি থেকে অন্ডাল এবং অন্ডাল থেকে সিউড়ি একটি বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে রেলের তরফ থেকে। রেল সূত্রে জানা যাচ্ছে যতদিন হুল এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেনগুলি বাতিল থাকবে ততদিন এই বিশেষ ট্রেনটি অন্ডাল থেকে ছাড়বে দুপুর ১২ঃ০০ টায়। অন্যদিকে এই ট্রেনটি সিউড়ি থেকে অন্ডালের দিকে রওনা দেবে দুপুর ২ টার সময়।
Madhab Das