গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে দীঘল গ্রামে রাস্তার বেহাল অবস্থা এবং গ্রামের নর্দমা গুলিও সংস্কার করা হয় না। স্বাভাবিকভাবেই বর্ষাকাল এলেই নর্দমার নোংরা জল ঢুকে যায় তাদের বাড়িতে। পঞ্চায়েত প্রধানকেও বারংবার জানিয়ে হয়নি কোন কাজ। মিলেছে কেবল আশ্বাস।
advertisement
এদিন গ্রামবাসীরা এই সমস্ত কাজ না হওয়ার কারণে বিক্ষোভ দেখায় শতাব্দী রায়কে। কেন রাস্তা হয়নি কেনই বা নর্দমা সংস্কারই হয়নি সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শতাব্দী রায়।
স্থানীয় বাসিন্দা আশ্রোফা বিবি বলেন,”বহুবার পঞ্চায়েত জানিয়েছি কিন্তু সুরাহা হয় নি৷ প্রধান কোন ব্যবস্থা নেন নি৷ তাই দিদিকে (শতাব্দী রায়) জানালাম। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 03, 2023 6:10 PM IST





