Satabdi Roy And Panchayat Election 2023: ফের বিক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায় । এবার মহম্মদবাজারের দীঘল গ্রামে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের কথা শুনতে হল তৃণমূল সাংসদকে।
বীরভূম: ফের বিক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায়। এবার মহম্মদবাজারের দীঘল গ্রামে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের কথা শুনতে হল তৃণমূল সাংসদকে। সোমবার সকালে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তিনি ওই এলাকায় যান। সেখানেই কেউ বেহাল রাস্তা তো কেউ নিকাশি নালা সংস্কারের দাবি জানিয়ে অভিনেত্রীর কাছে ক্ষোভ উগড়ে দেন। সাংসদের পক্ষ থেকেও সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।
advertisement
গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে দীঘল গ্রামে রাস্তার বেহাল অবস্থা এবং গ্রামের নর্দমা গুলিও সংস্কার করা হয় না। স্বাভাবিকভাবেই বর্ষাকাল এলেই নর্দমার নোংরা জল ঢুকে যায় তাদের বাড়িতে। পঞ্চায়েত প্রধানকেও বারংবার জানিয়ে হয়নি কোন কাজ। মিলেছে কেবল আশ্বাস।
এদিন গ্রামবাসীরা এই সমস্ত কাজ না হওয়ার কারণে বিক্ষোভ দেখায় শতাব্দী রায়কে। কেন রাস্তা হয়নি কেনই বা নর্দমা সংস্কারই হয়নি সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শতাব্দী রায়।
স্থানীয় বাসিন্দা আশ্রোফা বিবি বলেন,”বহুবার পঞ্চায়েত জানিয়েছি কিন্তু সুরাহা হয় নি৷ প্রধান কোন ব্যবস্থা নেন নি৷ তাই দিদিকে (শতাব্দী রায়) জানালাম। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”