TRENDING:

Birbhum News: সারাদিন অন্ন বন্ধ, রাসের কারণে চিঁড়ের ভোগেই চলে দিন

Last Updated:

রাস পূর্ণিমা উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাস উৎসব। তবে বীরভূমের কোমা গ্রামে রাজ উৎসব পালন করা হয় পর দিন। সেখানে বুধবার সকাল থেকে পালন করা হচ্ছে রাস উৎসব। এখানকার রাস উৎসবকে ঘিরে নানা রীতিনীতি রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : রাস পূর্ণিমা উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাস উৎসব। তবে বীরভূমের কোমা গ্রামে রাজ উৎসব পালন করা হয় পর দিন। সেখানে বুধবার সকাল থেকে পালন করা হচ্ছে রাস উৎসব। এখানকার রাস উৎসবকে ঘিরে নানা রীতিনীতি রয়েছে। রীতিনীতি হিসাবে এখানে বুধবার দিনভর অন্ন ভোগ হয় না অর্থাৎ রান্নার ব্যবস্থা থাকে না। দিনে চিঁড়ে ভোগের পর একমাত্র রাতে হবে অন্ন ভোগ। প্রায় ৩৫০ বছর ধরে এই রীতি পালন করা হচ্ছে এই গ্রামের ঠাকুর পরিবারে।
advertisement

এখানে রাধা গোবিন্দের রাস উৎসবকে ঘিরে মেলার আয়োজন করা হয়। বেলা যত গড়ায় সেই মেলা ততই জমজমাট হতে শুরু করে। কোমা গ্রাম ছাড়াও আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে দর্শনার্থীদের আগমণ হয় এই গ্রামে। এখানে যারা রাধা গোবিন্দের রাস উৎসবের আয়োজন করে থাকেন তারা হলেন ধনঞ্জয় পন্ডিতের বংশধর। এখানে তিনটি বাড়ি রয়েছে, বড়বাড়ি মেজো বাড়ি এবং ছোট বাড়ি। বড় বাড়িতে স্থায়ীভাবে রাধাগোবিন্দের মূর্তি রয়েছে এবং বাকি দুই বাড়ির তরফ থেকে পালা করে রাধা গোবিন্দের সেবা করা হয়।

advertisement

আরও পড়ুনঃ শুধু রাস উৎসব নয়, সঙ্গে লোক সংস্কৃতি মেলা সিউড়িতে

কোমা গ্রামে রাস উৎসব মূলত ছোট বাড়ি এবং মেজ বাড়ির তরফ থেকে আলাদা করে করা হয়ে থাকে। ছোট বাড়ির তরফ থেকে রাস উৎসবের জন্য ঠাকুরকে নিয়ে যাওয়া হয় গ্রামের পাশে থাকা বনভোজন তলায়। সেখানে চিঁড়ের ভোগ দেওয়ার পর ঠাকুরকে গোটা গ্রাম শোভাযাত্রা করে ঘোরানোর পর আনা হয় মন্দিরে। এরপর রাতে হয় অন্ন ভোগ। এভাবেই বছরের পর বছর ধরে কোমা গ্রামে রাস উৎসব পালন করা হয়ে আসছে।

advertisement

View More

আরও পড়ুনঃ যাত্রা বন্ধ হলেও সাড়ম্বরে রাস উৎসব কেউবোনা গ্রামে

এর পাশাপাশি গতকাল পুরন্দরপুর এলাকার যে কেউবোনা গ্রাম রয়েছে, যেখানে রাস উৎসব করা হয়েছিল গতকাল, সেখান থেকে রাধা কৃষ্ণকে বুধবার নিয়ে আসা হয় এই কোমা গ্রামে। এখানে কেউবোনা গ্রামের ঠাকুর দিন কয়েক বিরাজ করবেন। পরে আবার তাকে বাদ্যযন্ত্র ও শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয় কেউবোনা গ্রামে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরনো ভেঙে নতুন গয়না! সুযোগ বুঝে চম্পট চালাক স্বর্ণব্যবসায়ী,কোটি কোটি টাকার প্রতারণার গল্প
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: সারাদিন অন্ন বন্ধ, রাসের কারণে চিঁড়ের ভোগেই চলে দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল