শুভদীপ পাল, বীরভূম: সম্ভবত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সব থেকে পছন্দের গাড়ি ছিল ‘হাম্বার’। আজও শান্তিনিকেতনের উত্তরায়ণ চত্বরে ‘উদয়ন’ বাড়ির পাশে রাখা আছে। তা দেখতে অনেক পর্যটক আজও ভিড় জমান। ১৯৩৮ সালে কনিষ্ঠ পুত্র এবং বিশ্বভারতীর প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ ঠাকুর আমেরিকা থেকে কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করে ফিরেছিলেন। সেই বছরেরই রথীন্দ্রনাথ ১৯৩৩ সালের মডেলের একজোড়া হাম্বার গাড়ি কিনেছিলেন ‘এইচএইচ লিলি’ নামক হাম্বার গাড়ির ডিলারের থেকে।
রবীন্দ্রনাথের হাম্বার গাড়ির সঙ্গেও রয়েছে অনেক ইতিহাস
advertisement
সেই সময় ভারত ও সাবেক বর্মাদেশে হাম্বার গাড়ির একমাত্র ডিলার ছিল ‘এইচএইচ লিলি’। জানা গিয়েছে, কলকাতার পার্কস্ট্রিটের শোরুম থেকে ৪০০ পাউন্ড যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩০০ টাকার বিনিময়ে ওই গাড়ি দুটি কেনেন কবিগুরু। দু’টি গাড়ির একটি জোড়াসাঁকোতে ছিল, আর একটি নিয়ে যাওয়া হয়েছিল বিশ্বভারতীতে।
রবীন্দ্রনাথের শরীর তখন খুব ভাল না থাকলেও রোজ বেশ কিছুটা হেঁটে চলে বেড়াতেন। ঘুরে বেড়াতেন ক্যাম্পাসের ভিতর। এই কারণেই তাঁর জন্য এই গাড়ির ব্যবস্থা করেন রথীন্দ্রনাথ। গাড়িটি পেয়ে বড় খুশি হন তিনি, রোজ একাধিক বার গাড়ি চড়তেন, ঘুরে বেড়াতেন নিজের পছন্দ মতো।
সেই সময় এই গাড়ি শান্তিনিকেতনের পথে দেখলেই লোকে বুঝতেন ভিতরে রবীন্দ্রনাথ বসে আছেন, তিনি ঘুরতে বেরিয়েছেন। রবীন্দ্রনাথের পাশাপাশি ওই গাড়িতে চড়েছেন সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, আচার্য জগদীশচন্দ্র বসু, জওহরলাল নেহরুর মতো মনীষীরা।