পরে বিকল্প মেলা হিসাবে বিকল্প পৌষ মেলার আয়োজন হয় বোলপুর ডাকবাংলো মাঠে। এই সময়কাল থেকেই পৌষ মেলা বাঁচানোর জন্য বোলপুর ব্যবসায়ী সমিতি হস্তশিল্প সমিতি এবং বাংলা সংস্কৃতি মঞ্চের যৌথ উদ্যোগে তৈরি হয় শান্তিনিকেতন পৌষ মেলা বাঁচাও কমিটি। করোনা কালের পর এই বছর যখন সমস্ত কিছু স্বাভাবিক সেই সময় যখন পৌষ মেলা নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ সারাদিন অন্ন বন্ধ, রাসের কারণে চিঁড়ের ভোগেই চলে দিন
সেই সময় এই শান্তিনিকেতন পৌষ মেলা বাঁচাও কমিটির তরফ থেকে বুধবার বিশ্বভারতীর বলাকা গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি উপাচার্য এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে শান্তিনিকেতন থেকে ঐতিহ্যবাহী পৌষ মেলা তুলে দিতে চাইছেন। কিন্তু তারা তা হতে দেবেন না। পৌষ মেলা বাঁচানোর দাবিতে যেমন এদিন বিক্ষোভ শামিল হন এই মঞ্চের সদস্যরা। ঠিক সেই রকমই তারা ২০১৯ সালে যে ডিপোজিট মানি দিয়েছিলেন ব্যবসা করার জন্য সেই টাকা ফেরতের দাবিও তোলেন।
আরও পড়ুনঃ শুধু রাস উৎসব নয়, সঙ্গে লোক সংস্কৃতি মেলা সিউড়িতে
কারণ সেই টাকার বিপুল অংশ এখনও পর্যন্ত ব্যবসায়ীদের ফিরিয়ে দেওয়া হয়নি যা পৌষ মেলার পরেই ফিরিয়ে দেওয়ার কথা ছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের। অন্যদিকে তাদের তরফ থেকে জানানো হয়েছে, পৌষ মেলা করার জন্য যারাই এগিয়ে আসবেন তাদেরই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তারা।
Madhab Das