১৪ নম্বর জাতীয় সড়কে পুলিশের নাইট পেট্রোলিং চলছিল। হঠাৎই ওই পেট্রোলিং ভ্যানে থাকা পুলিশ কর্মীদের কাছে গোপন সূত্র থেকে খবর আসে, ডাকাতির জন্য কালী ভাসা মোড়ের কাছে দুষ্কৃতীরা জড়ো হয়েছে। এরপর সেখানে হানা দিয়ে কুখ্যাত দুষ্কৃতী গদাই ও শুকুরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি পাইপ গান ও দু'রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
advertisement
আরও পড়ুন: পড়ে থাকা প্লাস্টিকের ড্রাম, খুলে দেখা গেল ভর্তি তাজা বোমায়!
ধৃত দুই দুষ্কৃতীর বাড়ি সদাইপুর থানার অন্তর্গত কুইঠা গ্রামে। জানা গিয়েছে ধৃত গদাই ও শুকুর এর আগেও বহু অসামাজিক কাজকর্মে জড়িত ছিল। গোপন সূত্রে হানা দিয়ে বীরভূম পুলিশের এই সাফল্য নতুন নয়। কয়েকদিন আগেই জেলা পুলিশের বিশেষ দুটি টিম অভিযান চালিয়ে চলন্ত বাস থেকে দু'জন আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেফতার করে। তাদের থেকে উদ্ধার হয় দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু টাকা। তারপর আবার এই সাফল্য মিলল। এদিন শুধু যে ডাকাতির আগে দুই দুষ্কৃতীকে পুলিশ ধরে ফেলেছে তাই নয়, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাইপ গানের মত আগ্নেয়াস্ত্র। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনায় জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।