তবে শুধু মোষের গাড়িতেই নয়, পাচারকারীদের একাংশ বাইকে করেও কয়লা বাইরে চালান করার চেষ্টা করছে। বীরভূমের খয়রাশোলেই বাইকে করে কয়লা পাচারের সময় আরও একজন গ্রেফতার হয়েছে। সেখান থেকে তিনটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ, যাতে কয়লা ভর্তি বস্তা ছিল। যার ওজন প্রায় ৯ কুইন্টাল। মোষের গাড়ি ও বাইক মিলিয়ে খয়রাশোল থানার পুলিশ প্রায় সাড়ে চার টন বেআইনি কয়লা বাজেয়াপ্ত করেছে।
advertisement
আরও পড়ুন: সবুজ ধ্বংস করে আবাসন তৈরির সিদ্ধান্তের প্রতিবাদে নিউটনে প্রবীণদের মিছিল
১৪ নম্বর জাতীয় সড়কের উপর খয়রাশোলের বরকুড়ি মোড়ের কাছে মোষের গাড়িতে কয়লা পাচারের সময় হাজির হয়ে এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। যদিও পুলিশকে আসতে থেকে গাড়ির চালক সহ বাকি পাচারকারীরা পালিয়ে যায়। এটা বৃহস্পতিবার রাতের ঘটনা। এদিকে শুক্রবার ভোরে খয়রাশোলের সিনঝুড়ি এলাকায় বাইকে করে কয়লা পাচারের সময় হাজির হয়ে এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। এখানেও বাকি দুই বাইক চালক পুলিশকে আসতে দেখে পালিয়ে যেতে সক্ষম হয়।
বীরভূমে সম্প্রতিকালে পুলিশি কড়াকড়ি শুরু হতেই একের পর এক কয়লা পাচারকারী ধরা পড়ছে। কদিন আগে সদাইপুর থানার পুলিশ তিনটি গরুর গাড়ি ভর্তি কয়লা বাজেয়াপ্ত করে। সেখান থেকে ১৬ টন কয়লা উদ্ধার হয়েছিল। এই পাচারকারীদের জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে এটি কোনও নির্দিষ্ট গ্যাংয়ের ঘটনা কিনা।