এছাড়াও যাতে জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে তার জন্য পুলিশ যথেষ্ট পদক্ষেপ নেয়। এরই মধ্যে কাঁকরতলা থানার পুলিশ খয়রাশোলে সতিঘাট-বিনোদপুর যাওয়ার রাস্তায় বেআইনি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ আলাউদ্দিন ওরফে লাদেন। বয়স মাত্র ১৯ বছর। সে বড়রা অঞ্চলের কাঁকরতলা গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, কাঁকরতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় সতিঘাট থেকে বিনোদপুর যাওয়ার রাস্তায় এক যুবক বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে।
advertisement
আরও পড়ুনঃ খাগড়া জয়দেব কয়লা শিল্প নিয়ে নতুন করে টেন্ডার! আশার আলো দেখছেন গ্রামবাসীরা
এরপর বিশেষ পুলিশ বাহিনী হানা দেয় ওই এলাকায়। যুবককে পাকড়াও করে। তার কাছ থেকে একটি দেশি পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। অপরাধমূলক কাজকর্মের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। পুলিশ আরও জানিয়েছে, ওই যুবক এর আগেও আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়েছিল। শুক্রবার অভিযুক্তকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Madhab Das