Birbhum News: খাগড়া জয়দেব কয়লা শিল্প নিয়ে নতুন করে টেন্ডার! আশার আলো দেখছেন গ্রামবাসীরা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
২০০৬ সাল থেকে পলাশডাঙ্গা, লোবা, বরারি, কামালপুর, কোটা, শীর্ষা, চকপরান, বোধ গ্রাম, ব্রাহ্মণডিহি, শুকডালা, দক্ষিণ একডালা, বিলবো মঙ্গল, বেলুরী, তিকরবেটা, সাহাপুর গ্রামগুলি নিয়ে খাগড়া জয়দেব কয়লা শিল্প গড়ে তোলার কাজ চলছে।
#বীরভূম : ২০০৬ সাল থেকে পলাশডাঙ্গা, লোবা, বরারি, কামালপুর, কোটা, শীর্ষা, চকপরান, বোধ গ্রাম, ব্রাহ্মণডিহি, শুকডালা, দক্ষিণ একডালা, বিলবো মঙ্গল, বেলুরী, তিকরবেটা, সাহাপুর গ্রামগুলি নিয়ে খাগড়া জয়দেব কয়লা শিল্প গড়ে তোলার কাজ চলছে। এই সকল এলাকার নিচে রয়েছে ১৯৬ মিলিয়ন টন উৎকৃষ্ট মানের কয়লা। এছাড়াও রয়েছে অন্যান্য খনিজ সম্পদ। তবে দেখতে দেখতে ১৬ বছর পার হয়ে গেলেও বিভিন্ন কারণে এখনো পর্যন্ত এই কয়লা শিল্প গড়ে ওঠা সম্ভব হয়নি।
প্রথম দিকে এই কয়লা শিল্প গড়ে তোলার জন্য দায়িত্ব পায় ডিভিসি এমটা যৌথভাবে। কিন্তু তাদের তরফ থেকে দেওয়া প্যাকেজ গ্রামবাসীদের পছন্দ না হওয়ায় ২০১২ সালে গ্রামবাসীদের তরফ থেকে জমি দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করা হয় এবং বিরাট এক আন্দোলন গড়ে তোলা হয়। গ্রামবাসীদের সব সময় দাবি ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে শিল্প তৈরি করা হোক, তারা শিল্পের বিরোধিতা করছেন না।
advertisement
আরও পড়ুনঃ শাবল, গাঁইতি, বাঁশ! ১০ ঘন্টা পর ঘেরাও মুক্ত বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী
কিন্তু এসবের মাঝে ওই সংস্থার তরফ থেকে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া হয় এবং ডিভিসি এর দায়িত্ব পায়। সম্প্রতি কয়েক মাস আগে ডিভিসির তরফ থেকেও সেই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া হয়। তবে এই সকল সংস্থা দায়িত্ব নিলেও এখনো পর্যন্ত এই কয়লা শিল্প গড়ে ওঠেনি। এমন পরিস্থিতিতে সম্প্রতি জানা গিয়েছে কেন্দ্রের তরফ থেকে নতুন সংস্থাকে এই কয়লা শিল্প গড়ে তোলার জন্য বরাত দিতে টেন্ডার ডাকা হয়েছে এবং সেই টেন্ডার অনুযায়ী ১২০ দিনের মধ্যে নতুন সংস্থাকে দায়িত্বভার দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সড়কপথে যাতায়াতে অসুবিধা, ট্রেনের সংখ্যা কমতেই সমস্যায় সিউড়ির বাসিন্দারা!
এই খবর জানার পরই এলাকার বাসিন্দারা মধ্যে নতুন করে শিল্প নিয়ে আসার আলো দেখতে শুরু করেছেন। তাদের তরফ থেকে দাবী করা হচ্ছে, ডেউচা পাঁচামি কয়লা শিল্পের জন্য যেভাবে সরকার তৎপরতা দেখিয়ে ক্ষতিপূরণ দিচ্ছে সেই ভাবে তাদেরও ক্ষতিপূরণ দিক। তারা শিল্পের পক্ষে তবে সঠিক ক্ষতিপূরণ চায়।
advertisement
Madhab Das
Location :
First Published :
November 24, 2022 2:29 PM IST