TRENDING:

Birbhum News: রাতের অন্ধকারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ রাজগ্রামে

Last Updated:

ঝাড়খন্ড লাগোয়া বীরভূমের শেষ গ্রাম রাজগ্রামের নলহাটি রাজগ্রাম ৩০ কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। এলাকার বাসিন্দাদের তরফ থেকে বারবার সেই রাস্তা মেরামতি করার দাবি তোলা হলে শেষ পর্যন্ত কাজ শুরু হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : ঝাড়খন্ড লাগোয়া বীরভূমের শেষ গ্রাম রাজগ্রামের নলহাটি রাজগ্রাম ৩০ কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। এলাকার বাসিন্দাদের তরফ থেকে বারবার সেই রাস্তা মেরামতি করার দাবি তোলা হলে শেষ পর্যন্ত কাজ শুরু হয়। পূর্ত দফতর সূত্রে জানা যাচ্ছে, এই পুরো রাস্তাটি নতুন ভাবে মেরামতি করার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু রাজগ্রামের পশ্চিম এলাকার বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে সেই রাস্তা তৈরি করা হয়েছে এবং এই রাস্তা টিকবে না। নতুন করে এই রাস্তা মেরামতি বা নির্মাণ করতে হবে।
advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তাটি তৈরি করা হয়েছে। রাস্তাটির ঠিকঠাক ভাবে কাজ করা হয়নি। কেবলমাত্র উপরে কিছু ডাস্ট ফেলা হয়েছে। পিচের পরিমাণ সেই ভাবে নেই। হাঁটাচলা করতে গেলেই সব উঠে চলে যাচ্ছে। যানবাহন চলাচল শুরু হলে রাস্তার আর কিছু থাকবে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, দিন দুয়েক আগে রাতে এই রাস্তাটি তৈরি করা হয়। যেভাবে রাস্তা তৈরি করার প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অবলম্বন করা হয়নি।

advertisement

আরও পড়ুনঃ ১৯ বছর বয়সেই বেআইনি কারবারে হাত পাকিয়ে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ‌যুবক

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই রাস্তা যদি পুনরায় তৈরি করা না হয় তাহলে তারা রাস্তার জন্য বৃহত্তর আন্দোলনে নামবেন। কারণ এই রাস্তাটি এলাকার বাসিন্দাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা নলহাটি, বোলপুর সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের ভরসা। যদিও স্থানীয়দের থেকে জানা যাচ্ছে, যারা এই রাস্তা তৈরি করার দায়িত্বে রয়েছেন তাদের তরফ থেকে বিষয়টি বিবেচনা করে নতুনভাবে রাস্তা তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: রাতের অন্ধকারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ রাজগ্রামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল