Birbhum News: ১৯ বছর বয়সেই বেআইনি কারবারে হাত পাকিয়ে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ‌যুবক

Last Updated:

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই বীরভূমে বিভিন্ন জায়গায় চড়ছে উত্তেজনার পারদ। কখনো বোমাবাজি, কখনো আবার খুন! তবে এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়িতে এসে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেন, প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড থেকে আগ্নেয়াস্ত্র এবং বোমা, বারুদ জেলায় প্রবেশ করানো হচ্ছে এবং অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে।

+
title=

#বীরভূম : পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই বীরভূমে বিভিন্ন জায়গায় চড়ছে উত্তেজনার পারদ। কখনো বোমাবাজি, কখনো আবার খুন! তবে এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়িতে এসে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেন, প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড থেকে আগ্নেয়াস্ত্র এবং বোমা, বারুদ জেলায় প্রবেশ করানো হচ্ছে এবং অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে। তিনি এই দাবির পরিপ্রেক্ষিতে পুলিশকে আরও সচেষ্ট হতে বলেন এবং মুখ্যমন্ত্রীকেও এই বিষয়ে জানাবেন বলে জানান। তার এই বক্তব্যের পর দেখা যায় পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং।
এছাড়াও যাতে জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে তার জন্য পুলিশ যথেষ্ট পদক্ষেপ নেয়। এরই মধ্যে কাঁকরতলা থানার পুলিশ খয়রাশোলে সতিঘাট-বিনোদপুর যাওয়ার রাস্তায় বেআইনি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ আলাউদ্দিন ওরফে লাদেন। বয়স মাত্র ১৯ বছর। সে বড়রা অঞ্চলের কাঁকরতলা গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, কাঁকরতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় সতিঘাট থেকে বিনোদপুর যাওয়ার রাস্তায় এক যুবক বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে।
advertisement
আরও পড়ুনঃ খাগড়া জয়দেব কয়লা শিল্প নিয়ে নতুন করে টেন্ডার! আশার আলো দেখছেন গ্রামবাসীরা
এরপর বিশেষ পুলিশ বাহিনী হানা দেয় ওই এলাকায়। যুবককে পাকড়াও করে। তার কাছ থেকে একটি দেশি পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। অপরাধমূলক কাজকর্মের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। পুলিশ আরও জানিয়েছে, ওই যুবক এর আগেও আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়েছিল। শুক্রবার অভিযুক্তকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
advertisement
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: ১৯ বছর বয়সেই বেআইনি কারবারে হাত পাকিয়ে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ‌যুবক
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement