এমন গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল অবস্থায় থাকার কারণে প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের এবং এই রাস্তার উপর দিয়ে চলাচল করা পথ চলতি মানুষদের। অবশেষে এই সেতু সংস্কার হওয়ার ফলে তারা কিছুটা হলেও স্বস্তির মুখ দেখেছেন। কিন্তু স্বস্তির মুখ দেখলেও সংস্কার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা। তারা জানিয়েছেন, পাথরকুচি দিয়ে সংস্কার করা হয়েছে এই ব্রিজ। এর ফলে যে সকল গর্ত ছিল সেই সকল গর্ত ভর্তি হয়ে গিয়েছে ঠিক, কিন্তু তা বেশিদিন টিকবে না।
advertisement
আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পুজোয় আলাদা চমক! ভারত মাতা পূজিত হন দুবরাজপুরে
এখন থেকেই যানবাহন চলাচল করার সঙ্গে সঙ্গে সব উধাও হয়ে যাচ্ছে। এছাড়াও পাথরকুচি দেওয়ার ফলে ধুলোতে ভরে যাচ্ছে রাস্তা। তারা দাবি করেছেন, এই সেতুর ওপর রাস্তা স্থায়ী ভাবে মেরামত করা হোক। যদিও এই বিষয়ে আগেই মুরারই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশারফ হোসেন জানিয়েছিলেন, রাজ্য সরকারের তরফ থেকে যে সকল সেতুগুলি দুর্বল অবস্থায় রয়েছে সেগুলি মেরামত করার ব্যবস্থা করা হবে। সেই মতো এই সেতুটিরও দ্রুত মেরামতির ব্যবস্থা করা হবে।
Madhab Das