TRENDING:

Birbhum News: বাঁশলৈ নদীর সেতু পাথর কুচি দিয়ে সংস্কার! পাকাপোক্ত সংস্কারের দাবি

Last Updated:

মুরারই এক নম্বর ব্লকের অন্তর্গত বাঁশলৈ নদীর উপর যে সেতু রয়েছে সেই সেতুর রাস্তার অবস্থা বেহাল পড়ে ছিল। সেতুর মধ্যে রাস্তার বেশ কিছু জায়গায় তৈরি হয়েছিল গর্ত। যার ফলে ঘটেছিল অনবরত পথ দুর্ঘটনা। এই সেতুর উপরে থাকা রাস্তার মেরামতির দ্রুত করার দাবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : মুরারই এক নম্বর ব্লকের অন্তর্গত বাঁশলৈ নদীর উপর যে সেতু রয়েছে সেই সেতুর রাস্তার অবস্থা বেহাল পড়ে ছিল। সেতুর মধ্যে রাস্তার বেশ কিছু জায়গায় তৈরি হয়েছিল গর্ত। যার ফলে ঘটেছিল অনবরত পথ দুর্ঘটনা। এই সেতুর উপরে থাকা রাস্তার মেরামতির দ্রুত করার দাবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই সেতুর সংস্কার হল। মুরারই এক নম্বর ব্লকের অন্তর্গত বাঁশলৈ নদীর ওপর থাকা এই সেতুটির খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তার উপর দিয়েই রাজগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা যাতায়াত করে থাকেন বোলপুর সহ অন্যান্য জায়গায়।
advertisement

এমন গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল অবস্থায় থাকার কারণে প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের এবং এই রাস্তার উপর দিয়ে চলাচল করা পথ চলতি মানুষদের। অবশেষে এই সেতু সংস্কার হওয়ার ফলে তারা কিছুটা হলেও স্বস্তির মুখ দেখেছেন। কিন্তু স্বস্তির মুখ দেখলেও সংস্কার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা। তারা জানিয়েছেন, পাথরকুচি দিয়ে সংস্কার করা হয়েছে এই ব্রিজ। এর ফলে যে সকল গর্ত ছিল সেই সকল গর্ত ভর্তি হয়ে গিয়েছে ঠিক, কিন্তু তা বেশিদিন টিকবে না।

advertisement

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পুজোয় আলাদা চমক! ভারত মাতা পূজিত হন দুবরাজপুরে

এখন থেকেই যানবাহন চলাচল করার সঙ্গে সঙ্গে সব উধাও হয়ে যাচ্ছে। এছাড়াও পাথরকুচি দেওয়ার ফলে ধুলোতে ভরে যাচ্ছে রাস্তা। তারা দাবি করেছেন, এই সেতুর ওপর রাস্তা স্থায়ী ভাবে মেরামত করা হোক। যদিও এই বিষয়ে আগেই মুরারই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশারফ হোসেন জানিয়েছিলেন, রাজ্য সরকারের তরফ থেকে যে সকল সেতুগুলি দুর্বল অবস্থায় রয়েছে সেগুলি মেরামত করার ব্যবস্থা করা হবে। সেই মতো এই সেতুটিরও দ্রুত মেরামতির ব্যবস্থা করা হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বাঁশলৈ নদীর সেতু পাথর কুচি দিয়ে সংস্কার! পাকাপোক্ত সংস্কারের দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল