রাজনৈতিক টানাপোড়েন এখন হয়তো আর সেই ভাবে নেই তবে মৃত দিলদার খানের দুই স্ত্রীর টানাপোড়েন দেখা গেল। আসলে বৃহস্পতিবার নিজেকে মৃত দিলদার খানের দ্বিতীয় স্ত্রী হিসাবে দাবি করা ফিরোজা বেগম সিউড়ি ১ নম্বর ব্লকের যান এবং সরকারি প্রকল্পের কোনও সুবিধা তিনি পাচ্ছেন না বলে জানান।
আরও পড়ুনঃ এ বার বোলপুরে বিকল্প পৌষ মেলা, কোথায় বসবে মেলা? কবে শুরু হচ্ছে জানুন
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে টানাপোড়েন। ফিরোজা বেগম দিলদার খানের দ্বিতীয় স্ত্রী হিসেবে নিজেকে দাবি করলেও দিলদারের প্রথম স্ত্রী লুৎফা বিবি এবং তার পরিবারের সদস্যরা তা কোনওভাবেই মেনে নিতে চাইছেন না। বর্তমানে লুৎফা বিবি বীরভূম জেলা পরিষদে অস্থায়ী কর্মী হিসাবে নিযুক্ত।
আরও পড়ুনঃ লাল শাড়িতে পহেলিকে লুকিয়ে দেখছেন শতরূপ! বিয়ের মিষ্টি মুহূর্ত ফাঁস, দেখুন অ্যালবাম
ফিরোজা বেগম জানিয়েছেন, তার সঙ্গে দিলদার খানের বিয়ে হয়েছিল এবং বিয়ের কাগজপত্র তার কাছে রয়েছে। তাদের দুই সন্তানও রয়েছে। তবে এখনও পর্যন্ত তারা সে ভাবে কোনও সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার কারণে খুব কষ্টের সঙ্গেই দিন কাটছে। যেখানে দিলদারই ছিলেন তাদের সংসার চালানোর একমাত্র মানুষ, সেই জায়গায় তার মৃত্যুর পর খুব কষ্টেই দিন চলছে তাদের।
অন্যদিকে, লুৎফা বিবি ফিরোজা বেগমের এই দাবিকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, যে কেউ দিলদারের স্ত্রী হিসাবে নিজেকে দাবি করে দিলেই তো আর হয় না। যে কাগজপত্র দেখানো হচ্ছে তা ভুল। আমিই দিলদারের স্ত্রী এবং আমার সন্তানরা দিলদারের সন্তান। দিলদারের মারা যাওয়া পাঁচ বছর হতে চলল, তাহলে এতদিন তারা কোথায় ছিলেন? হঠাৎ করে আবার পঞ্চায়েত ভোটের আগে কেন মৃত ব্যক্তিকে নিয়ে এমন টানা পড়েন শুরু হল।
Madhab Das