এছাড়াও তিনিও সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং শাসকদলের বুথ কমিটির সভাপতি ছিলেন। এলাকার এমন একজন প্রভাবশালী ব্যক্তির হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যা বেলায় তিনি নতুনহাট গিয়েছিলেন নতুন মোবাইল কিনতে। সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে বাড়ি ফেরার সময় গ্রাম ঢোকার মুখেই নিখোঁজ হয়ে যান বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। গ্রামে ঢোকার মুখে তার মোটরবাইক, মোবাইল এবং অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়।
advertisement
আরও পড়ুনঃ ৬০০০ ভুয়ো সিম কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমে
কিন্তু তার কোন খোঁজ না পাওয়ার পরিপ্রেক্ষিতে নানুর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশের তরফ থেকে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে নিখোঁজ থাকার পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা উৎকণ্ঠে রয়েছেন, কোনরকম অঘটন ঘটেনি তো তা নিয়ে। কারণ এর আগেও জেলায় একাধিকবার নিখোঁজ হওয়ার ঘটনায় খুন করা হয়েছে নিখোঁজ শিশু অথবা ব্যক্তিদের। যদিও ঠিক কী কারণে এবং কীভাবে বাবুলাল শেখ গ্রামের মুখেই নিখোঁজ হয়ে গেলেন তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে নানুর থানার পুলিশ।
Madhab Das