তবে পঞ্চায়েত ভোট হোক অথবা পৌরসভা ইতিমধ্যেই বীরভূমের বিভিন্ন জায়গায় বোমা, আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন বেআইনি জিনিসপত্র উদ্ধার করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এই সকল বেআইনি জিনিসপত্র কোথায় থেকে আসছে সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী ফিরহাদ হাকিমের কথা অনুযায়ী, পাশের রাজ্য থেকে বহু বেআইনি জিনিসপত্র বীরভূম এবং বিভিন্ন সীমান্ত এলাকায় প্রবেশ করানো হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ মহঃবাজারে মুদি দোকানে ডাকাতির ঘটনায় লুটের টাকা উদ্ধার
যাতে করে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়ে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর আবেদন জানাবেন বলে জানিয়েছিলেন। সম্প্রতি দেখা যাচ্ছে, ভোটের আগে বীরভূম এবং ঝাড়খন্ড বর্ডার এলাকায় পুলিশের তরফ থেকে জোড় নজরদারি শুরু করা হয়েছে। কড়া নজরদারি শুরু হওয়ার এমন ছবি ধরা পড়েছে রাজগ্রামে। সীমান্তবর্তী এই এলাকায় মুরারই থানার পুলিশের তরফ থেকে দিনরাত নজরদারি চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ নিশ্চিন্তে বেড়াতে যান বাইরে! রামপুরহাট পুলিশের অভিনব উদ্যোগে বাড়ি থাকবে সুরক্ষিত
এই এলাকা দিয়ে প্রতিদিন ঝাড়খন্ড এবং বিহার সহ অন্যান্য রাজ্য থেকে প্রচুর যানবাহন এবং বাসিন্দারা যাতায়াত করে থাকেন। বর্তমানে অন্যান্য রাজ্য থেকে আগত যানবাহন এবং বাসিন্দাদের বর্ডার এলাকায় রাজ্য পুলিশের তরফ থেকে রাজ্যে প্রবেশ করার আগে তাদের নাম, ঠিকানা, গাড়ির নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি লিখে রাখা হচ্ছে।
Madhab Das