অন্যদিকে নলহাটিতে নলাটেশ্বরী মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে কি চাইলেন ,তা জানতে চাওয়া হলে তিনি জানান, 'মায়ের কাছে কিছুই চাইবো না। সুস্থ সবল পশ্চিমবঙ্গ চাইবো। উন্নতি চাইবো।' তবে এদিন তাকে নলাটেশ্বরী মন্দিরে দেখা গেলেও তিনি যে খুব ব্যস্ততার মধ্যেই রয়েছেন তা স্পষ্ট। খুব অল্প সময়ের জন্য মন্দিরে এসে পুজো দেন এবং তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যান। তাঁকে সম্প্রতি রামপুরহাট, নলহাটি ছাড়াও বোলপুরেও দেখা যায়। তার এই সফরে তিনি ছাড়াও ছিলেন তার পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ Birbhum: সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল দু’টি গুরুত্বপূর্ণ সেতু
আরও পড়ুনঃ Birbhum News: মর্মান্তিক! জামাইয়ের ছুরির কোপে মৃত্যু শাশুড়ির!
অন্যদিকে অভিনেত্রী পল্লবী দে'র মৃত্যুর প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি সেই প্রশ্ন পুরোপুরি ভাবে এড়িয়ে যান। সেক্ষেত্রে তার থেকে প্রথমে উত্তর পাওয়া যায় 'নো কমেন্ট'। তবে এর পরই তাকে বলতে শোনা যায়, 'আপনার মৃত্যু হলেও মৃত্যু, শিল্পীর মৃত্যু হলেও মৃত্যু। সবটাই দুঃখজনক।'
Madhab Das