আদালতে প্রয়োজনীয় কাজ করতে এসে, আইনজীবী না পেয়ে ঘুরে যাচ্ছেন অনেকে৷ সিউড়ি আদালতে আইনজীবীদের এই সম্পূর্ণ কর্মবিরতি শনিবার শেষ হলেও, আগামীকাল রবিবার, সুতরাং ওই দিনও আদালতে কোনও কাজ হবে না। আবার নিজেদের দাবি দাওয়া না মিটলে, সোমবার থেকে শুরু হবে আইনজীবীদের নতুন করে আন্দোলন। যদিও এই আন্দোলনে আইনজীবীরা প্রয়োজনমতো নিজেদের কাজ করবেন। সুতরাং, সমস্যা থাকছেই।
advertisement
মর্নিং কোর্ট চেয়েও না পাওয়ায় আইনজীবীরা এই কর্মবিরতিতে সামিল হয়েছেন মে মাসের ৪ তারিখ থেকে। তাদের দাবি, যদি মহামান্য বিচারক মর্নিং কোর্টে রাজি না হন, তাহলে এই আন্দোলন চলবে। সেক্ষেত্রে আগামী দিনে কোর্টের কাজে আসা সাধারণ মানুষ আরও সমস্যায় পড়বেন৷
আইনজীবীদের কর্মবিরতির কথা না জেনে সাঁইথিয়ার লাউতোর এলাকা থেকে এক মহিলা নিজের আধার কার্ড সংশোধন সংক্রান্ত একটি কাজের জন্য সিউড়ি আদালতে আসেন। তার নথি সংক্রান্ত সমস্যা থাকায় তাকে আদালতের দ্বারস্থ হতে হয়। কিন্তু আইনজীবী না পাওয়ার কারণে মেটেনি তার সমস্যা। টুনি কোনায়-এর মতো আরও অনেককেই ফিরে যেতে হয় বলে অভিযোগ৷
সাধারণ খেটে খাওয়া এই টুনি কোনায় জানিয়েছেন, "কাজের জন্য ফের আসতে হবে। আমাদের সামান্য আয়। বারবার আসা যাওয়ার ক্ষেত্রে বাস ভাড়া বা টোটো ভাড়া কোথায় পাবো?"
Madhab Das