তবে গত কয়েক বছর ধরে উৎপাদনের ক্ষেত্রে লোকসানের দাবি তুলে দফায় দফায় কারখানা বন্ধ করে দেয়। পরবর্তীতে মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে আলোচনার পর একাধিকবার এই কারখানা পুনরায় খুললেও, ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ হওয়ার পর তা আর একবারও খোলেনি। এই বিষয়ে এই কারখানার মালিক নিখিল আগারওয়াল বারংবার দাবি করে আসছেন, দীর্ঘদিন ধরে লোকসানে চলছে কারখানা। যে কারণে এই কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তারা। তবে মালিকপক্ষের এই দাবি শ্রমিকরা মেনে নিতে চান না। তাদের অভিযোগ, মালিকপক্ষ শ্রমিক অথবা শ্রমিকদের সংগঠনের সঙ্গে কোনো রকম আলোচনা না করে হঠাৎ করেই কারখানা বন্ধ করে দেয়।
advertisement
আরও পড়ুনঃ Birbhum: বেহাল অবস্থায় লাভপুরের বিপ্রতিকুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র
এরপর আর কোনরকম বেতনের ব্যবস্থা করা অথবা পুনরায় কারখানা খোলার জন্য কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি৷এমনকি এই নিয়ে আসানসোলের লেবার কমিশন অফিসে তিনবার মিটিং হয়েছে৷সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কারখানা খোলার বিষয়ে নির্দিষ্টভাবে জানাতে। কিন্তু এরপরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু বলা হয়েছে আর কারখানা চালাতে পারবেন না তারা।
Madhab Das