TRENDING:

Art Exhibition: বিশ্বভারতীতে হয়ে গেল আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী

Last Updated:

বাংলাদেশের শিল্পীদের আয়োজনে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী হয়ে গেল বিশ্বভারতীতে। ১২ টি দেশের শিল্পীদের কাজ এই প্রদর্শনীতে জায়গা পেয়েছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বিশ্বভারতীতে হয়ে গেল আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। বিশ্বের ১২ দেশের শিল্পীরা এতে অংশ নিয়েছেন। শুক্রবার শেষ হল এই প্রদর্শনী। নন্দন আর্ট গ্যালারিতে আয়োজিত হয়েছিল। এই চিত্র প্রদর্শনী দেখতে এসে বাংলাদেশের উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভূয়সী প্রশংসা করেন।
advertisement

গত ৯ জানুয়ারি শুরু হয় এই চিত্র প্রদর্শনী। ৬৪ টি পেন্টিং এবং ৪ টি ভাস্কর্য প্রদর্শিত হয়। বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের উদ্যোগে চার দিন ধরে চলে এই প্রদর্শনী। যার নাম দেওয়া হয় 'গ্লোবাল ফ্রেন্ডশিপ আর্ট ফেস্টিভ্যাল'। ভারত ছাড়াও বাংলাদেশ, চিন, জাপান, গ্রিস, নাইজেরিয়া, আমেরিকা, থাইল্যান্ড, ফ্রান্স, লিবিয়া, মন্টেনেগ্রো, জার্মানি এই ১২ টি দেশের শিল্পীদের কাজ এই প্রদর্শনীতে জায়গা পায়৷

advertisement

আরও পড়ুন: 'দিদির কবচ' নিয়ে গ্রামে গ্রামে মিশ্র প্রতিক্রিয়ার সামনে 'দূত'-রা

বিশ্বভারতীতে আয়োজিত এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস। তিনি বলেন, "এ এক অসাধারণ অনুভূতি। বাংলাদেশ আর্টিস্ট গ্রুপ শান্তিনিকেতনে এমন প্রদর্শনীর আয়োজন করায় আমাদের সুযোগ হয়েছে এখানে আসার। এই চিত্র প্রদর্শনী হল বৈশ্বিক বন্ধুত্বপূর্ণ চিত্র প্রদর্শনী। এর ফলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার পাশাপাশি বিশ্বের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ ঘটবে। এখানে এসে অনুভব করলাম শান্তিনিকেতন সবার, চিত্র সবার, শিল্প সবার। এই ধরনের চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হবে।"

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

মাধব দাস

বাংলা খবর/ খবর/বীরভূম/
Art Exhibition: বিশ্বভারতীতে হয়ে গেল আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল